আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি-ছাত্রদল সংঘর্ষ, আহত ১০

সুনামগঞ্জের শাল্লা উপজেলার ঘুঙ্গিয়ারগাঁও বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্রদল সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
বিজ্ঞাপন
বুধবার (২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম ও ছাত্রদলের সভাপতি তারেক হাসানের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘুঙ্গিয়ারগাঁও বাজারে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তারা একে অপরের ওপর চড়াও হয় এবং দেশীয় অস্ত্রসহ ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এ বিষয়ে শাল্লা উপজেলা ছাত্রদলের সভাপতি তারেক হাসান ঢাকা পোস্টকে জানান, সত্তার বাজারে আমার অফিস আওয়ামী লীগের লোকজন ভাঙচুর করেছে। এ নিয়ে আলোচনা করতে আমি উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলামের কাছে গেলে তিনি বিষয়টি সমঝোতা করতে চান। কিন্তু বাকবিতণ্ডার একপর্যায়ে সিরাজুল ইসলামের লোকজন আমাদের ওপর হামলা চালায়, এতে আমাদের ৫-৭ জন নেতাকর্মী আহত হন।
বিজ্ঞাপন
তবে এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং মারামারির ঘটনা ঘটেছে। বর্তমানে আমি ঘটনাস্থলে আছি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
তামিম রায়হান/এআইএস