ট্রেন থেকে পড়ে মারা যাওয়া দুই যুবকের পরিচয় শনাক্ত

আখাউড়ায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত দুই যুবকের পরিচয় মিলেছে। তারা হলেন- কাইয়ুম (২৩) ও তারেক (২২)।
বিজ্ঞাপন
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকার তাদের পরিচয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কাইয়ুম কুমিল্লার দেবিদ্বার উপজেলার বাসিন্দা ও তারেক কসবার পৌর এলাকার বিল্লাল মিয়ার ছেলে।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে ওই দুই যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। রেলপথের গঙ্গাসাগর রেলস্টেশন সংলগ্ন মোগড়া ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রথমে ঘটনাস্থলেই কাইয়ুমের মৃত্যু হয়। অন্যদিকে আহত অবস্থায় তারেককে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মাজহারুল করিম অভি/জেডএস