ডিবি পরিচয়ে প্রতারণা, ভুয়া আইডি কার্ড-ওয়াকিটকিসহ যুবক আটক

গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ভোগড়া এলাকা থেকে চাঁদাবাজির সময় ডিবি পুলিশ পরিচয়দানকারী এক প্রতারক যুবককে আটক করেছে বাসন থানার পুলিশ।
মঙ্গলবার (১ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে চাঁদাবাজির সময় তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির নাম মো. রিপন (৩৬), তিনি মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার আলী আকবরের ছেলে।
পুলিশ জানায়, রিপন দীর্ঘদিন ধরে ডিবি পুলিশ পরিচয় দিয়ে গাজীপুরের বিভিন্ন এলাকায় জনসাধারণের মাঝে ভয়ভীতি সৃষ্টি করে অর্থ হাতিয়ে নিচ্ছিলেন।
আরও পড়ুন
আটককৃ রিপন ভোগড়া এলাকায় এক ব্যবসায়ীকে ডিবি পুলিশের পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে দোকান বন্ধ করতে বলেন। পরে এলাকাবাসী তাকে আটক করলে বাসন মেট্রো থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিপনকে আটক করে থানায় নিয়ে যায়।
আটক করার সময় তার কাছ থেকে পুলিশের একটি ভুয়া আইডি কার্ড, একাধিক মোবাইল ফোন, ওয়াকিটকি, চেক বইয়ের পাতা ও ব্যাংকের ক্রেডিট কার্ড উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ভুয়া আইডি কার্ডে ঢাকা ডিএমপি মেট্রোপলিটন, মিন্টু রোড লেখা রয়েছে এবং নিচের অংশে মো. কামাল উদ্দিন মুন্সী, এসআই, গাজীপুর ডিবি, বাংলাদেশ ডিবি পুলিশ, গাজীপুর, পরিচয় উল্লেখ করা হয়েছে। এমনকি এতে ‘পুলিশ জনতা, জনতাই পুলিশ’ স্লোগানটিও যুক্ত করা হয়েছিল।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমদ বলেন, রিপন ডিবি পুলিশের পরিচয় দিয়ে চাঁদাবাজি করে আসছিলেন। চাঁদাবাজির সময় তাকে হাতেনাতে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
শিহাব খান/এএমকে