ময়মনসিংহে প্রচারে বিঘ্ন ঘটায় সিনেমা হলে দর্শকদের ভাঙচুর

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সিনেমা চলাকালে প্রচারে বিঘ্ন ঘটায় হলে ভাঙচুর চালিয়েছেন বিক্ষুব্ধ দর্শকেরা।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১ এপ্রিল) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঈশ্বরগঞ্জ পৌর বাজারের মাছ মহালে সোনালী টকিজ সিনেমা হলে ঈদ উপলক্ষ্যে বরবাদ সিনেমা চলছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়া সন্ধ্যার শোতে বিভিন্ন এলাকা থেকে দর্শক আসেন। ডিসি, বেলকনি ও প্রথম শ্রেণির টিকেট বিক্রি হয়। কিন্তু সিনেমার মাঝপথে সাউন্ড সিস্টেমে যান্ত্রিক ত্রুটির কারণে সিনেমা প্রদর্শন থেমে যায়। বেশ কিছু সময় পরেও যান্ত্রিক ত্রুটি ঠিক করতে না পারায় দর্শকেরা হলের ভেতরে সাড়ে ৮টা থেকে ভাঙচুর শুরু করে। তারা রাত ৯টা পর্যন্ত সিনেমা হলে বসার ব্রেঞ্চ, চেয়ার, টিকিট বিক্রির কক্ষে ভাঙচুর চালায়। পোস্টার ছিড়ে হলের নিচ তলায় অগ্নিসংযোগ করে। এ সময় দর্শকদের উশৃঙ্খল আচরণে স্থানীয় একদল যুবক তাদের ধাওয়া দিলে তারা হল এলাকা ত্যাগ করে। পরে রাতে সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়।
বিজ্ঞাপন
দর্শকেরা জানান, যান্ত্রিক ত্রুটির সময় হল কর্তৃপক্ষ কলাপসিবল গেটে তালা দিয়ে চলে যাওয়ায় দর্শকেরা ক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালায়।
ঘটনার খবর পেয়ে সিনেমা হলে গেলে হলটি পরিচালনা করা হারুনুর রশিদকে পাওয়া যায়নি। তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় বিশ্রামে রয়েছেন বলে জানান হলটির শ্রমিকেরা।
বিজ্ঞাপন
ঈশ্বরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রজিত কুমার দাস বলেন, সিনেমা চলার সময় সাউন্ড সিস্টেমে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। সেটি মেরামত করতে না পারায় কর্তৃপক্ষ বাইরে থেকে সাউন্ড সিস্টেম ভাড়া করে আনতে যায়। কিন্তু বাইরে কলাপসিবল গেটে তালা দেখে দর্শকেরা বিক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালায়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আমান উল্লাহ আকন্দ/আরকে