‘সংস্কারের নামে কালক্ষেপণে ফ্যাসিবাদ ফিরে আসার পথ উম্মুক্ত হবে’

লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব বলেছেন, ১৫-১৬ বছর স্বৈরাচারবিরোধী আন্দোলন শেষে গত ৫ আগস্ট ফ্যাসিবাদি শাসক খুনি শেখ হাসিনার বিদায় হয়েছে। এরপর আমাদের প্রত্যাশা ছিল একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা কায়েম হবে। দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন আমাদের কাঙ্ক্ষিত ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন মহল বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
তিনি আরও বলেন, জরুরি সংস্কারের নামে কালক্ষেপণ করা হচ্ছে। সংস্কারের নামে যত কালক্ষেপণ করা হবে, ফ্যাসিবাদ আবার ফিরে আসার পথ ততটাই উন্মুক্ত হবে।
গতকাল বিকেলে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত সাবেক ও বর্তমান ছাত্রদলের নেতৃবৃন্দের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
হাসিবুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের ৭ মাস অতিক্রম হয়েছে। কিন্তু এখনো কাঙ্ক্ষিত কোনো সংস্কার আমরা দেখছি না। খুনি শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের বিষয়েও দ্রুততম পদক্ষেপ আমরা লক্ষ্য করছি না। জাতির এই ক্রান্তিলগ্নে ছাত্রদলের সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দকে এগিয়ে আসতে হবে। কারণ ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
আরও পড়ুন
এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা কৃষকদলের সভাপতি মাহবুব আলম মামুন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, লক্ষ্মীপুর পৌর যুবদলের আহবায়ক ফয়েজ আহমেদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল খালেদ ও বর্তমান আহ্বায়ক হাসিবুর রহমান ওভি প্রমুখ।
হাসান মাহমুদ শাকিল/এনএফ