নড়াইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নড়াইলে বাড়ির পাশের পুকুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুটি চোরখালী গ্রামের মহাসিন মোল্যার মেয়ে ফাতেমা সিদ্দিকা (৭)।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, জয়পুর ইউনিয়নের চোরখালীর নিজ বাড়ি থেকে চাচই গ্রামে তার নানা বাড়ি বেড়াতে এসেছিল শিশুটি। দুপুরের দিকে শিশুটি তার সহপাঠীদের সাথে গোসল করার উদ্দেশ্য পুকুরে যায়। পুকুরে নেমে শিশুটি আর ফিরে আসে না। পরে খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান ঢাকা পোস্টকে বলেন, শিশুটি তার সহপাঠীদের সাথে গোসলে গিয়ে পানিতে ডুবে মারা যায়। মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
এনএফ