ভোলায় ১৪ মামলার আসামি ফোরকান ডাকাত গ্রেপ্তার

ভোলার মেঘনা নদীর দুর্ধর্ষ ডাকাত বাহিনীর প্রধান মো. ফোরকান ওরফে ফোরকান ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব-৮ এর ভোলা ক্যাম্পের সদস্যরা।
মঙ্গলবার (১ এপ্রিল) রাত ৮টার দিকে চরফ্যাশন উপজেলার শহরের মাতৃনিলয় ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি চরফ্যাশন উপজেলাধীন শশিভূষণ থানার চর কলমি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর চর মায়া গ্রামের মো. বশির আহমেদের ছেলে বলে জানা গেছে।
আরও পড়ুন
এদিন দিবাগত রাত সাড়ে ১১টার দিকে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিষয়টি জানান র্যাব-৮ ভোলা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার শাহরিয়ার রিফাত অভি।
তিনি জানান, গ্রেপ্তার ফোরকান ভোলার তজুমদ্দিন উপজেলার চর মোজাম্মেলসহ বিভিন্ন চরে ডাকাতি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে চরফ্যাশনের মাতৃনিলয় হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ভোলার বিভিন্ন থানা ও পটুয়াখালী থানায় ডাকাতিসহ ১৪টি মামলা রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মো. খাইরুল ইসলাম/এসএসএইচ