পলাশে ডাকাত সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যার ঘটনায় আটক ৩

নরসিংদীর পলাশে ডাকাত সন্দেহে গ্রামবাসীর গণপিটুনিতে দুইজন নিহতের ঘটনায় ৩ জনকে আটক করেছে পলাশ থানা পুলিশ। গতকাল রাত থেকে আজ দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন পলাশ থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মনির হোসেন।
আটককৃতরা হলেন, উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ভাগদী কুড়াইতলী এলাকার খবির, ওসমান, পাবেল।
বিজ্ঞাপন
ওসি মনির হোসেন বলেন, দুইজন নিহতের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। অন্যদিকে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে দাফনের পর নিহতের স্বজনরা থানায় এসে মামলা দায়ের করবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রসঙ্গত, সোমবার ভোরে ব্যাটারিচালিত অটোরিকশার ব্যাটারি চুরির জন্য গ্রামে প্রবেশ করেন সাকিব ও রাকিব। পরে ব্যাটারি চুরির সময় পাশের বাড়ির একজন তাদের দেখে ফেলে চিৎকার করতে থাকে। পরে আশপাশের লোকজন বেরিয়ে ২ জনের মধ্য থেকে একজনকে আটক করতে সক্ষম হয়। অপরজন পালিয়ে যায়। পরে স্থানীয়রা আটককৃত ওই চোরকে গণপিটুনি দিয়ে ছেড়ে দেয়। দুপুরে ওই দুই চোর দলবল নিয়ে ওই গ্রামের শুক্কুরআলীর বাড়িতে হামলা চালায় এবং ওই অটোরিকশা চালক পাবেলকে মারধর করে। পরে তারায় আবার রাতে ৩০/৪০ জনের একটা দল নিয়ে সেখানে প্রবেশ করলে এলাকায় ডাকাত ঢুকেছে বলে মসজিদে মাইকিং চালানো হলে গ্রামের লোকজন তাদের ওপর হামলা করে। এতে গ্রামবাসীর গণপিটুনিতে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে সাকিব নামে একজনের মৃত্যু হয় এবং গুরুতর আহত অবস্থায় ঢাকা নেওয়ার পথে রাকিবের মৃত্যু হয়। তবে নিহতের স্বজনদের অভিযোগ চাঁদার টাকা না পেয়ে দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
তন্ময় সাহা/আরকে