দর্শনার্থীদের পদচারণায় মুখর গাজীপুর সাফারি পার্ক

ঈদে দর্শনাথীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে গাজীপুর সাফারি পার্ক। মঙ্গলবার (১ এপ্রিল) সকাল থেকে পার্কের বিভিন্ন ইভেন্ট উপভোগ করতে দর্শনার্থীদের লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ঈদ আনন্দের মাত্রা বাড়িয়ে দিয়েছে পার্কটি।
দুপুরে সরজমিনে পার্কে গিয়ে দেখা যায়, পার্কে টিকেট কাউন্টারে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে মূল গেটে প্রবেশ করছেন। পার্কে প্রবেশ করে দর্শনার্থীরা পার্কের মূল যে আকর্ষণ কোর সাফারিতে প্রবেশ করতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে। কোর সাফারির আলাদা বেষ্টনীতে উন্মুক্ত পরিবেশে রয়েছে বাঘ, ভাল্লুক, সিংহ, জেব্রা, জিরাফসহ আফ্রিকান বিভিন্ন ধরনের প্রাণীর অবাধ বিচরণ দেখতে সেখানেও বাসে উঠার জন্য লম্বা লাইনে দাঁড়িয়েছেন। এছাড়াও পার্কের অন্যান্য দেশি-বিদেশি পাখিশালা, প্রাণী বেষ্টনীতেও ভিড় করছেন তারা। এছাড়াও আফ্রিকান সাফারিতে রয়েছে নীলগাই, সাম্বার হরিণ, গয়াল বিভিন্ন ধরনের প্রাণী দেখে কিন্তু দর্শনার্থীরা মুগ্ধ হয়েছেন।
রাজধানীর গুলশান থেকে মা, স্ত্রী ও স্বজনদের নিয়ে পার্কে এসেছেন ব্যবসায়ী আব্দুল্লাহ্ আল মামুন। তিনি বলেন, যান্ত্রিক জীবনে এক প্রকার অতিষ্ঠ হয়ে উঠেছিলাম। তাই ঈদের ছুটিতে পরিবারের স্বজনদের নিয়ে পার্কে বেড়াতে এসেছি।
মাদারীপুর থেকে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসেছেন শিক্ষক আমিনুল ইসলাম। তিনি বলেন, বছরের অন্যান্য সময়গুলোতে ঘুরে বেড়ানোর জন্য সময় হয়ে উঠে না। এছাড়াও সাফারি পার্কে উন্মুক্ত পরিবেশে দেশি-বিদেশি বিভিন্ন ধরনের প্রাণীর বিচরণ দেখতে পাওয়া যায়। তাই খুব ভোরে বন্ধুরের সাথে ঘুরতে এসেছি।
সাফারি পার্ক গাজীপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, ঈদ আনন্দে পার্কে আসা দর্শনার্থীদের নিরাপত্তা ও আনন্দের কথা বিবেচনা করে কর্তৃপক্ষ পার্কের সকল কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করেছে। এছাড়া কোর সাফারি পার্কে দর্শনার্থীদের বিনোদনের জন্য সাতটি অবজারভেশন গাড়ি চলাচল করছে। দর্শনার্থীদের বিনোদনের জন্য পুরো পার্কটি প্রস্তুত রয়েছে। তবে এবার যে এত পরিমাণ দর্শনার্থী আসবে তা আমাদের ধারণার বাইরে ছিল। গতকাল ঈদের দিনও পার্কে প্রায় ১২ হাজার দর্শনার্থীর আগমন ঘটেছিল।
পার্কের মূল গেটে প্রাপ্ত বয়স্কদের জন্য ৫০ টাকা, অপ্রাপ্ত বয়স্ক ১২ বছরের নিচে জনপ্রতি ২০টাকা, ছাত্র-ছাত্রী ১০ টাকা ও বিদেশি পর্যটকদের জন ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও কোর সাফারিতে প্রবেশ ফি প্রাপ্ত বয়স্ক ১৫০ টাকা, ছাত্র-ছাত্রী ৫০ ও অপ্রাপ্ত বয়স্ক (১২ বছরের নিচে) ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
শিহাব খান/আরএআর