ফেনীতে অভ্যুত্থানে নিহতদের পরিবারের সঙ্গে এনসিপির ঈদ উদযাপন

ফেনীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের কবর জিয়ারত ও পরিবারগুলোর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।
বিজ্ঞাপন
সোমবার (৩১ মার্চ) জেলার বিভিন্ন স্থানে তারা এ কার্যক্রমে অংশ নেন।
এ সময় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত, গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব হোসাইন শাহাদাত, ফেনী জেলা এনসিপির সংগঠক শাহ ওয়ালী উল্লাহ মানিক, মো. সায়েম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আব্দুল আজীজসহ এনসিপির নেতারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
জানা গেছে, ঈদ উপলক্ষ্যে এদিন গত বছরের ৪ আগস্ট ফেনীর মহিপালে আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্বিচারে গুলিতে নিহত শহীদ সাইদুল ইসলাম শাহী, ওয়াকিল আহমেদ শিহাব ও সারোয়ার জাহান মাসুদের কবর জিয়ারত করেন এনসিপি নেতারা। পরে তাদের পরিবারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারা। এসময় শহীদদের পরিবার আবেগাপ্লুত হয়ে পড়েন ও নতুন বাংলাদেশে তাদের সন্তান হত্যার বিচার চান।
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত বলেন, ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশে আজ সকল ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা নিজ নিজ বাড়িতে নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পেরেছেন। অভ্যুত্থানে শহীদদের রক্তের বিনিময়ে আমাদের এ ঈদ আনন্দ। এজন্য এমন একটি দিনে শহীদ পরিবারগুলোর সঙ্গে ঈদ উদযাপন আমাদের নৈতিক দায়িত্ব।
তারেক চৌধুরী/এমএ