কিশোরের মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নারীর

ফরিদপুরে নগরকান্দায় মোটরসাইকেলের ধাক্কায় সূর্য বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে নগরকান্দা পৌরসভার মিনারগ্রাম মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত সূর্য বেগম মিনার গ্রামের তৈয়ব মাতব্বরের স্ত্রী।
বিজ্ঞাপন
এলাকাবাসী জানায়, বিকেলে সূর্য বেগম বাড়ির সামনে রাস্তা দিয়ে হাঁটছিলেন। এ সময় নগরকান্দা উপজেলা সদর থেকে কয়েকজন কিশোরের মোটরসাইকেলের বহর ওই সড়ক ধরে শহীদনগর ইউনিয়নের ছাগলদী যাচ্ছিল। সড়কটির উত্তর পাশ দিয়ে অনেক বসতি ঘর বানিয়ে বসবাস করেন। ওই নারীর বাড়ির সামনেই এ ঘটনা ঘটে। ওই নারী বাড়ির সামনে সড়কে যখন হাঁটছিলেন তখন পেছন থেকে একটি মোটরসাইকেল চালক তাকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যান। ওই মোটরসাইকেল চালক ও দুই আরোহীর বয়স ১৫ থেকে ১৬ বছর হবে বলে জানান প্রত্যাক্ষদর্শীরা।
মোটরসাইকেলের ধাক্কায় সূর্য বেগম যখন রাস্তার ওপর পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান, তখন ওই মোটরসাইকেল চালক পালিয়ে যান। পরবর্তীতে সূর্য বেগমের পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
নগরকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলী বলেন, পালিয়ে যাওয়া মোটরসাইকেল চালককে খোঁজার চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
জহির হোসেন/আরএআর