খাগড়াছড়ির পর্যটনকেন্দ্রে দর্শনার্থীদের ভিড়

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে খাগড়াছড়ির পর্যটনকেন্দ্রে ভিড় করেছেন দর্শনার্থীরা। সকাল থেকেই জেলার প্রতিটি পর্যটনকেন্দ্রে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।
বিজ্ঞাপন
খাগড়াছড়ি জেলা পরিষদ হর্টিকালচার পার্ক, আলুটিলা পর্যটন কেন্দ্র, ভাই-বোন ছড়া, মায়াবিনী লেকসহ বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র ঘুরে দেখা গেছে, হাজারো দর্শনার্থী রয়েছেন। ঈদের দিন পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে ঘুরতে এসেছেন দর্শনার্থীরা।
খাগড়াছড়ি জেলা পরিষদ হর্টিকালচার পার্কে বেড়াতে আসা পর্যটক হাফিজুর রহমান বলেন, মা,বাবা, স্ত্রী, সন্তান নিয়ে বেড়াতে এসেছি। পরিবার নিয়ে ঘুরে বেড়ানোয় ঈদের আনন্দ বেড়েছে।
বিজ্ঞাপন
পরিবার নিয়ে বেড়াতে আসা পর্যটক মো. এনামুল বলেন, খোলামেলা পরিবেশে পার্কে এসে ছেলে-মেয়েরা আনন্দ করছে। সকলের সঙ্গে ঈদ করা অন্য রকম এক অনুভূতি।
বিজ্ঞাপন
নাসির তালুকদার নামে আরেক পর্যটক জানান, খাগড়াছড়িতে একটি শিশুপার্কের অভাব রয়েছে। শিশুপার্ক থাকলে বিশেষ দিনগুলোতে শিশুরা আরও আনন্দ উপভোগ করতে পারতো।
খাগড়াছড়ি হর্টিকালচার পার্কের টিকেট চেকার মো. ইউসুফ বলেন, আজ ঈদের দিনে পার্কে সকাল থেকে দুই হাজারের বেশি পর্যটক এসেছে।
খাগড়াছড়ি জেলা পরিষদ হর্টিকালচার পার্কের তত্ত্বাবধায়ক থোয়াই অংগ মারমা বলেন, ঈদের প্রথম দিনে পার্কে পর্যটকের ভালো সমাগম রয়েছে। সামনের দিনগুলোতে আরও পর্যটক উপস্থিতি বাড়তে পারে। ঈদকে কেন্দ্র করে পর্যটন কেন্দ্রটির সৌন্দর্য বৃদ্ধি করতে ঝুলন্ত ব্রিজের পাটাতন পরিবর্তনসহ অনেক সংস্কার করা হয়েছে।
মোহাম্মদ শাহজাহান/আরএআর