ঈদগাহে মধু দিয়ে আপ্যায়ন, শিশুদের জন্য বেলুন-চকলেট

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর এই আনন্দকে আরও রঙিন করতে পটুয়াখালীর বাউফলের নাজিরপুর ইউনিয়নের ধানদী বোর্ড অফিস জামে মসজিদ ঈদগাহ ময়দানে দেখা গেল এক ব্যতিক্রমী আয়োজন। শিশুদের হাতে রঙিন বেলুন, চকলেট, আর বয়োবৃদ্ধদের আপ্যায়নে খাঁটি মধু।
বিজ্ঞাপন
সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ‘সেভ দি বার্ড অ্যান্ড বি’ নামে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন এ ব্যতিক্রমী আয়োজন করে। সংগঠনটির উদ্যোগে ঈদগাহে আগত শিশু ও বয়োবৃদ্ধদের মাঝে মধু, চকলেট, রঙিন বেলুন, চা, কফি ও পান-সুপারির আপ্যায়নের ব্যবস্থা করা হয়।
সেভ দি বার্ড অ্যান্ড বি সংগঠনের পরিচালক মন্ডলির সদস্য শামসুন নাহার জানান, মধু মহান সৃষ্টিকর্তার একটি বিশেষ নিয়ামত। কিন্তু বর্তমানে ভেজাল খাদ্যে বাজার সয়লাব হয়ে গেছে। সার-বিষে উৎপাদিত খাদ্যদ্রব্য ও ইন্ডাস্ট্রিয়াল ফুডের কারণে অসুখ-বিসুখ বেড়ে গেছে। আগে গ্রামগঞ্জে ঈদ মানেই ছিল আত্মীয়-স্বজনের বাড়ি যাওয়া, সবার মাঝে আনন্দ ভাগাভাগি করা। কিন্তু এখন সেই সংস্কৃতি অনেকটাই ম্লান হয়ে গেছে। তাই ঈদের উৎসবে নতুনত্ব আনতেই আমরা মধু দিয়ে আপ্যায়নের ব্যবস্থা করেছি।
বিজ্ঞাপন
ঈদগাহের ইমাম মাওলানা মুজাহিদুল ইসলাম বলেন, বর্তমান সময়ে মানুষের মধ্যে সামাজিক মেলবন্ধন অনেকটাই কমে গেছে। আমরা দেখছি, ফিলিস্তিনসহ বিভিন্ন স্থানে অস্থিরতা, যুদ্ধ আর মানবতার সংকট। এসবের মাঝে ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে এবং সৌহার্দ্য বাড়াতে এ ধরনের আয়োজন প্রশংসনীয়। এই আয়োজন শুধু আপ্যায়ন নয়, এটি ঈদের পরম তৃপ্তি ও সৌহার্দ্যের প্রতীক।
ওই ময়দানের ঈদের নামাজের ইমাম ও খতিব মু. মুজাহিদুল ইসলাম বলেন, ঈদের ময়দানের পাশেই মসজিদ কমিটির উদ্যোগে দুটি স্টল রাখা হয়। ওই দুটি স্টল থেকে সেভ দি বার্ড অ্যান্ড বি’র পক্ষ থেকে মধু বিতরণের পাশাপাশি শিশুদেরকে চকলেট, রঙিন বেলুনসহ বয়স্কদের জন্য চা, কফি ও পান-সুপাড়িতে আপ্যায়নের ব্যবস্থা করা হয়। ঈদের আনন্দ, শান্তির বার্তা ও পরম তৃপ্তির ছোঁয়া লাগানোর উদ্দেশ্যে এই ব্যাতিক্রমী আয়োজন করা হয়।
আরিফুল ইসলাম সাগর/আরএআর