সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় তরুণী নিহত, আহত দুই

সাতক্ষীরা-যশোর সড়কের তুজুলপুরে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় জোবাইদা ইয়াসমিন (১৮) নামে এক তরুণী নিহত হয়েছেন। এ ঘটনায় মারাত্মক আহত হয়েছেন তার মামা আরিফুল রানা এবং ভ্যানচালক আরিফুল ইসলাম।
বিজ্ঞাপন
রোববার (৩০ মার্চ) দুপুর ১টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা থেকে ব্যাটারিচালিত ভ্যানে মামা আরিফুল রানার সঙ্গে কুশখালি ছয়ঘরিয়ার দিকে যাচ্ছিলেন জোবাইদা। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক মাধবকাটির কাছে ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। নিহত জোবাইদা ইয়াসমিন সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলা শিবনগরের ইবাদুল ইসলামের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি ধাক্কা দেওয়ার পর ভ্যানটি দুমড়ে-মুচড়ে হয়ে গাছের সঙ্গে আটকে যায়। এতে ভ্যানচালক আরিফুল ইসলাম এবং যাত্রী আরিফুল রানা গুরুতর আহত হন। তাদের মধ্যে আরিফুল রানাকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ঘাতক ট্রাকটি আটক করেছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
এদিকে নিহত তরুণীর মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে এবং ঘাতক চালককে ধরতে অভিযান চালানো হচ্ছে।
বিজ্ঞাপন
স্থানীয়রা এই দুর্ঘটনার জন্য সড়কে অতিরিক্ত গতি এবং বেপরোয়া চালনাকে দায়ী করেছেন। তারা দ্রুতগামী যানবাহনের নিয়ন্ত্রণ ও সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
ইব্রাহিম খলিল/এমএন