রংপুরে কখন কোথায় ঈদের জামাত

রংপুরের ঈদগাহগুলোতে ঈদুল ফিতরের জামাত আদায়ের প্রস্তুতি শুরু হয়েছে। এবার ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় রংপুর মহানগরীর কালেক্টরেট ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন রংপুর কেরামতিয়া জামে মসজিদের খতিব মাওলানা মো. বায়েজীদ হোসাইন।
বিজ্ঞাপন
এদিকে কালেক্টরেট ঈদগাহ মাঠে রংপুর বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক শহিদুল ইসলাম, রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, জেলা পুলিশ সুপার আবু সাইম, সাবেক সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ প্রায় ৩০ হাজার মুসল্লি ঈদ জামাতে নামাজ আদায় করবেন।
ঈদের দিন আবহাওয়া অনুকূলে না থাকলে বিকল্প স্থান হিসেবে রংপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে একই সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
কালেক্টরেট ঈদগাহ মাঠের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে সিটি করপোরেশনের দায়িত্বরত কর্মকর্তা মিজানুর রহমান মিজু বলেন, প্রশাসক স্যারের নির্দেশে ও সার্বিক তত্ত্বাবধানে কয়েকদিন ধরে ঈদগাহের কাজ চলছে। ইতোমধ্যে ঈদগাহে সিসিটিভি ক্যামেরা স্থাপন, ফ্যানের ব্যবস্থা করা ও সামিয়ানা টাঙানোসহ নামাজ আদায়ের জন্য অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এবারে রংপুর জেলার প্রায় ৫ হাজার মসজিদ-সংলগ্ন এলাকার ঈদগাহ ও খোলা মাঠে ঈদের নামাজের সময় সূচি নির্ধারণ করা হয়েছে। ঈদের জামাত আদায়ের লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সাজসজ্জার কাজ চলছে ঈদগাহগুলোতে। অন্যদিকে ঈদের নামাজ সুষ্ঠুভাবে আদায় করতে আইনশৃঙ্খলাসহ সব বিষয়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
রংপুর পুলিশ লাইন্স মাঠে সকাল ৮টা এবং মুন্সিপাড়া কবরস্থান-সংলগ্ন ঈদগাহ মাঠে ঈদের জামাত হবে সকাল সাড়ে ৮টায়। মাওলানা কেরামত আলী (র.) মাজার-সংলগ্ন রংপুর কেরামতিয়া জামে মসজিদে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
মুলাটোল হাফেজিয়া মাদ্রাসা মাঠ, নূরপুর, গনেশপুর ঈদগাহ, সদর উপজেলা পরিষদ ঈদগাহ, তারাগঞ্জ, গঙ্গাচড়া, মিঠাপুকুর, কাউনিয়া, পীরগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে, পীরগাছা জেএন উচ্চ বিদ্যালয় মাঠ ও কারবালা মাঠে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
বদরগঞ্জ চান্দামারী কারামতিয়া ঈদগাহে সকাল ১০টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া রংপুর মহানগরীর ৭৫টিসহ জেলার প্রায় ১ হাজার ২০০ ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টা থেকে ১০টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ) হাবিবুর রহমান জানান, ঈদের জামাত নির্বিঘ্নে আয়োজনের জন্য সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ ঈদগাহগুলোতে পুলিশ থাকবে। প্রধান প্রধান সড়কে পুলিশের টহল ও চেকপোস্ট বাড়ানো হয়েছে।
ফরহাদুজ্জামান ফারুক/এএমকে