সিলেটে কখন কোথায় ঈদের জামাত

সিলেট মহানগরীতে মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের সর্বমোট ৩৯২টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৮৭টি ঈদগাহ ও ৩০৫টি মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ঈদ জামাতের সব প্রস্তুতি প্রায় শেষ হয়েছে। ঈদ জামাত নির্বিঘ্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
বিজ্ঞাপন
প্রতি বছরের মতো এবারও সিলেটে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন সিলেট মহানগরের বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুশতাক আহমদ খাঁন। এর আগে নসিহত পেশ করবেন একই মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা কামাল উদ্দিন।
এ ছাড়া দরগাহে হজরত শাহজালাল (রহ.) মাজার জামে মসজিদে ঈদের জামায়াত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
বন্দরবাজারস্থ ঐতিহ্যবাহী কুদরত উল্লাহ জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় ও তৃতীয় জামাত সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
প্রথম জামাতে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব শায়খ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন আহমদ এবং তৃতীয় জামাতে ইমামতি করবেন হাফিজ মাওলানা হোসাইন আহমদ।
সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের জামায়াত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।
যথাসময়ে উপস্থিত থেকে প্রতিবছরের মতো এবারও ঈদুল ফিতরের জামাতকে সফল করার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আঞ্জুমানে খেদমতে কুরআন সিলেটের সভাপতি অধ্যাপক মাওলানা সৈয়দ মুহাম্মদ একরামুল হক। এই জামাতে নারীদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে বলে জানা গেছে।
এ ছাড়া পাঠানটুলা নবাবী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।
লালাদিঘিরপাড় মসজিদ-সংলগ্ন মাঠে ঈদের একমাত্র জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।
প্রতিবারের মতো নগরীর দক্ষিণ সুরমার সিলাম শাহী ঈদগাহ ময়দানে এবারও পবিত্র ঈদুল ফিতরের দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় ও দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। দুটি জামাতে যথাসময়ে শরিক হওয়ার জন্য ঈদগাহ পরিচালনা কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
লাউয়াই পিরোজপুর শাহী ঈদগাহে প্রতিবারের মতো ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত সকাল পৌনে ৯টায় অনুষ্ঠিত হবে।
পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতের প্রস্তুতি দেখতে রোববার দুপুর আড়াইটায় ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দান পরিদর্শন করেছেন সিলেট মহানগর পুলিশ কমিশনার।
সার্বিক নিরাপত্তার বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, সিলেট মহানগর এলাকায় ঈদ জামাত নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে পুলিশ। পোষাকে, সাদা পোষাকে বিভিন্ন স্তরের নিরাপত্তা থাকবে ঈদগাহ ও নগরীতে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে পুলিশ কাজ করছে।
মাসুদ আহমদ রনি/এএমকে