৮০০ টাকার গরুর মাংস হাজারে বিক্রি, ৭ ব্যবসায়ীকে জরিমানা

লক্ষ্মীপুরের কমলনগরে ৮০০ টাকার গরুর মাংস এক হাজার টাকায় বিক্রিসহ মূল্য তালিকা না থাকায় ৭ ব্যবসায়ীকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিজ্ঞাপন
রোববার (৩০ মার্চ) দুপুরে উপজেলার হাজিরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইনে এ জরিমানা করা হয়।
মাংস কিনতে গিয়ে স্থানীয়রা প্রতিবাদ শুরু করে। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ছড়িয়ে পড়ে। হঠাৎ মাংসের দাম বৃদ্ধির খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ-জামানের নেতৃত্বে বাজারে অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীদের মধ্যে জয়নাল আবেদিনকে ৫ হাজার টাকা, মো. জসিমকে ৩ হাজার টাকা, বেলায়েত হোসেনকে ৩ হাজার টাকা, আমির হোসেনের ১ হাজার টাকা, মো. ইদ্রিসের ১ হাজার টাকা, মো. জহিরের ২ হাজার টাকা ও মাইন উদ্দিনের ২ হাজার টাকা জরিমানা করা হয়।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ-জামান বলেন, রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে আমরা নিয়মিত বাজার মনিটরিং করে যাচ্ছি। অতিরিক্ত দামে গরুর মাংস বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ৭ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
হাসান মাহমুদ শাকিল/আরকে