বান্দরবানে আবাসিক হোটেলগুলোতে ৮০ শতাংশ রুম বুকিং সম্পন্ন

ঈদের টানা ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত পাহাড় কন্যা বান্দরবান। ইতোমধ্যে জেলার হোটেল, মোটেল ও রিসোর্টসমূহের ৮০ শতাংশ বুকিং সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
বিজ্ঞাপন
শেষ সময়ে দেখা যায়, ধোয়ামোছা আর নতুনভাবে হোটেলগুলো সাজাতে ব্যস্ত সময় পার করছে হোটেল-সংশ্লিষ্টরা। আর পর্যটকদের ভ্রমণ নিরাপদ ও আনন্দদায়ক করতে পুলিশের পক্ষ থেকে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
প্রতি বছর ঈদের ছুটিতে ব্যাপক পর্যটকের ঢল নামে পার্বত্য জেলা বান্দরবানে। নাগরিক জীবনের কর্মব্যস্ত আর কোলাহল ছেড়ে ছুটির দিনে অবকাশ যাপনে প্রকৃতিপ্রেমীরা ছুটে আসেন পাহাড় কন্যা বান্দরবানে।
বিজ্ঞাপন
পরিবার-পরিজন বন্ধু-বান্ধব আর আত্মীয়স্বজন নিয়ে চাঁদের গাড়িতে করে ঘুরে বেড়ান এক পাহাড় থেকে আরেক পাহাড়ে। পর্যটকদের পদচারণায় মুখর হয়ে ওঠে মেঘলা, নীলাচল, প্রান্তিক লেক, নীলগিরি, নীল দিগন্তসহ জেলার দর্শনীয় স্থানগুলো।
এবারের ঈদের টানা ছুটিতে প্রচুর পর্যটকের সমাগম ঘটবে পার্বত্য জেলা বান্দরবানে। ইতোমধ্যে ৮০ শতাংশ বুকিং হয়ে গেছে জেলার হোটেল, মোটেল রিসোর্টগুলোতে। শেষ সময়ে ধোয়ামোছায় ব্যস্ত সময় পার করছে হোটেল ব্যবসায়ীরা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বান্দরবান হোটেল-মোটেল-রিসোর্ট সমিতির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দীন বলেন, ঈদুল ফিতর উপলক্ষে হোটেলগুলোতে সাজ সাজ রব চলছে। ইতোমধ্যে আবাসিক হোটেল, মোটেল, রিসোর্টে ৮০ শতাংশ রুম বুকিং হয়ে গেছে। আশা করছি, ঈদের আগে শতভাগ রুম বুকিং সম্পন্ন হবে। তিনি জানান, জেলার রোয়াংছড়ির দেবতাখুম পর্যটন স্পষ্ট খুলে দেওয়ায় প্রচুর পর্যটক সমাগম হয়েছে এবং দ্রুত সময়ে বন্ধ অন্যান্য উপজেলার পর্যটন স্পষ্টগুলো খুলে দেওয়ার ব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ হতে আশ্বস্ত করা হয়েছে।
এদিকে ঈদের টানা ছুটিতে পর্যটকদের নিরাপদ ভ্রমণ ও আনন্দদায়ক করতে জেলায় নতুন বাস সার্ভিস চালুর পাশাপাশি সেবার মানও বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে সাঙ্গু ট্রাভেলস বান্দরবান কাউন্টার ম্যানেজার মোহাম্মদ রাসেল জানান, জেলায় আগত পর্যটক ও সাধারণ যাত্রীদের গুরুত্বপূর্ণ সময় ও নিরাপদ যাত্রার জন্য আমাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি।
জেলায় আগত পর্যটকদের নিরাপত্তার জোরদারের বিষয়ে বান্দরবান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. আবদুল করিম বলেন, ঈদের টানা ছুটিতে আগত পর্যটকদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে জেলা এবং উপজেলার পর্যটন স্পষ্টসমূহে পুলিশের বাড়তি টহল দল মোতায়েন করা হয়েছে, এ ছাড়া ঈদের দ্বিতীয় দিন হতে পর্যটনকেন্দ্রসমূহে পোশাকধারী পুলিশ সদস্যদের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।
এ ছাড়া জেলায় পর্যটকদের নিরাপদ যাতায়াতের জন্য প্রস্তুত রয়েছে ৪ শতাধিক চাঁদের গাড়ি। আগত পর্যটকদের হয়রানি ও বাড়তি ভাড়া বিড়ম্বনা এড়াতে চাঁদের গাড়ি সমিতির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে সমিতির পক্ষ হতে।
মো. শহীদুল ইসলাম/এএমকে