ইফতারের দাওয়াত দিয়ে ফেরার পথে ট্রেনের ধাক্কায় গৃহবধূর মৃত্যু

রাজবাড়ী পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের বাবুপাড়া গ্রামে ইফতারের দাওয়াত দিয়ে বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় তানিয়া আক্তার ইতি (২৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ মার্চ) সকাল ৯টার দিকে বাবুপাড়া ব্রিজের পশ্চিম পাশে গোয়ালন্দ ঘাট থেকে ছেড়ে আসা পোড়াদহগামী শাটল ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
নিহত তানিয়া আক্তার ইতি উপজেলার বাবুপাড়া ইউনিয়নের বাবুপাড়া গ্রামের সৌদি প্রবাসী তারিকুল ইসলামের স্ত্রী।
স্থানীয়রা জানান, ইতিদের বাড়িতে ইফতার ও দোয়া মাহফিল হবে আজ। এর জন্য বাড়ির পাশের কয়েকজনকে দাওয়াত দিতে যান ইতি। দাওয়াত দিয়ে বাড়ি ফেরার পথে ট্রেনের সাথে ধাক্কা লেগে তার মৃত্যু হয়। ইতির ৮ বছরের একটি ছেলে ও ৩ বছরের একটি মেয়ে সন্তান রয়েছে।
বিজ্ঞাপন
এ বিষয়ে পাংশা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন বলেন, আমরা সংবাদ পেয়েছি যে পাংশা থানার বাবুপাড়ায় ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে আমাদের পুলিশের টিম রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মীর সামসুজ্জামান সৌরভ/আরএআর