ঈদের বাজার নিয়ে বাড়ি ফেরা হলো না মাইদুলের, সড়কে গেল প্রাণ

নাটোরের লালপুরে ঈদের বাজার নিয়ে বাড়ি ফেরার পথে প্রাইভেটকারের ধাক্কায় মাইদুল ইসলাম (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় সবুজ (৪২) নামে আর একজন আহত হয়েছেন।
গতকাল শুক্রবার (২৮ মার্চ) বিকেলে লালপুর-ঈশ্বরদী সড়কের গৌরীপুরে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে রাতে তাকে রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত মাইদুল লালপুর উপজেলার চামটিয়া গ্রামের ইউনুস আলী প্রামানিকের ছেলে এবং আহত সবুজ একই গ্রামের মহসিন আলীর ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী মাইদুল ইসলাম ঈদের ছুটিতে বাড়িতে এসে গতকাল বিকেলে প্রতিবেশী সবুজ আলীর সঙ্গে মোটরসাইকেলে উপজেলার আড়মবাড়িয়া বাজারে ঈদের কেনাকাটা করতে যান। কেনাকাটা শেষে তারা সন্ধ্যার আগে বাড়ি ফিরছিলেন। পথে একটি প্রাইভেটকার তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় তারা মোটরসাইকেলসহ সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হন। এরপর স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে মাইদুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, মোটরসাইকেল ও প্রাইভেট কারের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আরেকজন গুরুতর আহত। তার চিকিৎসা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গোলাম রাব্বানী/আরকে