আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদ রুখে দিতে হবে: জামায়াত নেতা

যেকোনো মূল্যে আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদকে রুখে দেব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ইসলামী এডুকেশন সোসাইটির পরিচালক প্রিন্সিপাল ড. মো. ইকরাল হোসাইন ভূইয়া।
বিজ্ঞাপন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সামাজিক ও সেবামূলক সংগঠন আব্দুল মোতালিব ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, কোনো অবস্থাতেই জুলাই আন্দোলন কে ব্যর্থ হতে দেওয়া যাবে না। যেকোন মূল্যে আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদকে আমরা রুখে দেব। ঈদের পরে সর্বাত্মক আন্দোলন গড়ে তোলা হবে। উপস্থিত সকল দলের নেতাকর্মী ও জনগনকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে তিনি ৩৬ জুলাইয়ের সকল শহিদদের আত্নার মাগফিরাত কামনা করেন।
বিজ্ঞাপন
চাঁদাবাজ, দখলবাজ ও টেন্ডারবাজমুক্ত সমাজ বিনির্মাণে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। আমরা আর কোন ফ্যাসিবাদী সরকার দেখতে চাই না। জুলাই শহিদদের কারণে আজ মানুষ মন খুলে কথা বলতে পারে। আমরা বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ ফিরে আসতে দেব না।
আরও পড়ুন
বিজ্ঞাপন
গতকাল সনমান্দি ইউনিয়নের মামুর্দি গ্রামে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
মো. মীমরাজ হোসেন/এনএফ