ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪৮ হাজার টাকা জরিমানা

ফেনীতে পবিত্র রমজান উপলক্ষ্যে বাজার তদারকি ও যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ১৮ মামলায় ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (২৮ মার্চ) দিনব্যাপী জেলাজুড়ে ৬টি পৃথক অভিযানে এ জরিমানা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে ফুটপাত অবৈধ দখল, মূল্য তালিকা প্রদর্শন না করাসহ একাধিক অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণসহ বিভিন্ন আইনে ১৮টি মামলায় ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ফেনী শহরে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন, জাহাঙ্গীর হোসাইন, আশোক বিক্রম চাকমা ও সৌভিক রায়।
বিজ্ঞাপন
সূত্র আরও জানায়, বাজার নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে এদিন উপজেলা পর্যায়েও অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ছাগলনাইয়ায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ ও সোনাগাজীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা অভিযানে নেতৃত্ব দেন।
এ ব্যাপারে ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসমাইল হোসেন বলেন, বাজার নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে পণ্যের মূল্যতালিকা হালনাগাদ না থাকা, স্থায়ী দোকান থাকার পরেও ফুটপাত দখলসহ বিভিন্ন উপায়ে গণউপদ্রব সৃষ্টির অপরাধে জরিমানা করা হয়েছে। এছাড়া ঈদ উপলক্ষ্যে গণপরিবহনে অতিরিক্ত দামে টিকিট বিক্রি না করাসহ যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিতে বাস কাউন্টারগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে।
তারেক চৌধুরী/এমএন