নবীনগর-চন্দ্রা মহাসড়কে ৮ কিলোমিটার যানজট

সারাদিন সড়ক ফাঁকা থাকলেও সন্ধ্যার পর নবীনগর-চন্দ্রা মহাসড়কে ৮ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়ছেন উত্তরবঙ্গগামী যাত্রীরা।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৮ মার্চ) সন্ধ্যায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার মজারমিল এলাকা থেকে চন্দ্রা চৌরাস্তা পর্যন্ত এই যানজটের সৃষ্টি হয়।
সরেজমিনে দেখা যায়, সন্ধ্যা ৭টার দিকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইলে গাড়ির কিছুটা ধীরগতি রয়েছে। এ ছাড়া আশুলিয়ার মজারমিল, জিরানী, বাড়ইপাড়া এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে সন্ধ্যার পর ওই এলাকাগুলোতে গাড়ির ধীরগতি লক্ষ করা যায়। তবে আশুলিয়ার বাড়ইপাড়া, জিরানী ও চন্দ্রা চৌরাস্তায় তীব্র যানজট রয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
রাজধানী পরিবহন বাসের ফারুক হোসেন নামে এক যাত্রী বলেন, আমি মিরপুর-১ থেকে বাসে উঠেছি। প্রায় আড়াই ঘণ্টায় জিরানী এসেছি।
বিজ্ঞাপন
ওয়েলকাম বাসের যাত্রী শুভ বলেন, সকাল থেকে সড়ক ফাঁকা ছিল। তবে বিকেল থেকে আশুলিয়ার রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে। তবে ধীরগতি রয়েছে বলে জানান তিনি।
সাভার হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ সওগাতুল আলম ঢাকা পোস্টকে বলেন, সাভারে সড়কের স্বাভাবিক অবস্থা রয়েছে। তবে আশুলিয়ার এক অংশে কিছুটা ধীরগতি থাকতে পারে। যা কালিয়াকৈরের থানাধীন বলে জানান তিনি।
লোটন আচার্য্য/এএমকে