মোটরসাইকেলের দীর্ঘ সারি, তবে যানজট ছাড়াই চলছে যমুনা সেতু পারাপার

ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের স্রোতে যমুনা সেতু টোল প্লাজায় যানবাহনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে মোটরসাইকেলের সংখ্যা বেড়ে যাওয়ায় শুক্রবার (২৮ মার্চ) সকাল থেকে এবং জুমার নামাজের পরে টোল প্লাজায় দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে।
বিজ্ঞাপন
এ ব্যাপারে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, ঈদে যানবাহনের চাপ আগের চেয়ে অনেক বেশি হলেও তা এখন পর্যন্ত স্বাভাবিকভাবেই নিয়ন্ত্রণে আছে। মোটরসাইকেলের অতিরিক্ত চাপ সামাল দিতে পূর্ব ও পশ্চিম প্রান্তে চালু রাখা হয়েছে ১৮টি টোল বুথ, যার মধ্যে চারটি বরাদ্দ রাখা হয়েছে শুধু মোটরসাইকেলের জন্য।
বিজ্ঞাপন
এই বাড়তি ব্যবস্থার ফলে সেতু এলাকায় যানজট না তৈরি হলেও টোল বুথে ধীরগতি লক্ষ্য করা গেছে। তবে যাত্রীরা অপেক্ষাকৃত স্বস্তিতেই পার হচ্ছেন বলে জানিয়েছেন সেতু ব্যবস্থাপনা কর্মকর্তারা।
সেতু কর্তৃপক্ষ আরও জানায়, শৃঙ্খলা বজায় রাখতে এবং ভিড় এড়াতে মোটরসাইকেল চালকদের নির্ধারিত বুথ ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। গাড়ির চাপ বাড়লেও এখন পর্যন্ত কোনো বড় ধরনের যানজট সৃষ্টি হয়নি।
এএমকে