২০০ ভ্যান নিয়ে রংপুরে জনসংযোগ করলেন আখতার

রংপুরে দুই শতাধিক ভ্যান নিয়ে নিজ নির্বাচনী এলাকায় জনসংযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত পীরগাছা ও কাউনিয়া উপজেলার বিভিন্ন এলাকায় ভ্যানে করে ঘুরে ঘুরে জনসংযোগ করেন তিনি। এর আগে রংপুরের মাহিগঞ্জ গ্লাস ফ্যাক্টরি মাঠে ব্যাটারিচালিত এসব ভ্যান নিয়ে উপস্থিত হন এনসিপির নেতাকর্মী ও সমর্থকরা। তারা আখতার হোসেনকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। পরে সেখান থেকে জনসংযোগ কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু করেন আখতার হোসেন।
ভ্যান শোভাযাত্রাটি মাহিগঞ্জ সাতমাথা থেকে পীরগাছার দেউতি-কদমতলী-কালিগঞ্জ-পাওটানা হয়ে কাউনিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টেপামধুপুর এলাকায় গিয়ে ইফতার মাহফিলে অংশ নেন আখতার হোসেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
কর্মসূচিতে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ দুই শতাধিক ভ্যানের শোভাযাত্রায় অংশ নেন। এ সময় আখতার হোসেনসহ তার দলের নেতাকর্মীদের হাতে বাংলাদেশ এবং এনসিপির পতাকা দেখা যায়।
বিজ্ঞাপন
এদিকে মাহিগঞ্জ সাতমাথা এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের শতাধিক গাড়িবহর নিয়ে নিজ এলাকা পঞ্চগড় ভ্রমণ এবং এ নিয়ে দুই নেতার পাল্টাপাল্টি ফেসবুক পোস্ট প্রসঙ্গে বলেন, সারজিস আলম যদি নিজস্ব ব্যবস্থাপনা ও জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে জনসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করে থাকেন, সেটি আমরা দলগতভাবে অবশ্যই যাচাই-বাছাই করব। আমাদের দলের বিভিন্ন সদস্যদের মধ্যকার কথাবার্তা নিয়ে অনেকের মনে হচ্ছে দলের মধ্যে সমন্বয়হীনতার জায়গা তৈরি হয়েছে। বিষয়টা এমন নয়।
প্রসঙ্গত; জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো বৃহস্পতিবার রংপুরে আসেন আখতার হোসেন।
পীরগাছা ও কাউনিয়া উপজেলা নিয়ে গঠিত সংসদীয় রংপুর-৪ আসনে সবশেষ সংসদ সদস্য ছিলেন সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর মধ্যে দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পরবর্তীতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর হত্যাসহ একাধিক অভিযোগে দায়েরকৃত মামলায় তিনি ঢাকা থেকে গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আটক রয়েছেন।
এর আগে রংপুর-৪ আসনে জাতীয় পার্টির করিম উদ্দিন ভরসা এবং বিএনপি থেকে রহিম উদ্দিন ভরসা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এবার এই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
ফরহাদুজ্জামান ফারুক/এআইএস