মাইক হাতে মানুষকে সতর্ক করছেন ওসি

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরনবীর ঈদ যাত্রায় মানুষকে সচেতন করতে নিয়েছেন ব্যতিক্রমী উদ্যোগ।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন হাটবাজারে হ্যান্ড মাইক হাতে নিয়ে তিনি প্রচারণা চালিয়ে যান। এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেই ওসিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসাও করছেন অনেকেই।
মাইক হাতে নিয়ে ওসি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলতে দেখা যায়, ঈদকে সামনে রেখে বিভিন্ন মানুষকে টার্গেট করতে পারে একটি চক্র। তাই এসব অপরিচিত মানুষ থেকে সতর্ক থাকতে হবে। অপরিচিত লোককে দেখে সন্দেহমূলক মনে হলে পুলিশকে খবর দেবেন। আমরা এসে তাকে ধরে নিয়ে যাব।
বিজ্ঞাপন
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরনবী বলেন, মানুষকে নিরাপত্তা দেওয়া ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা আমার কর্তব্য। ঈদকে সামনে রেখে অনেকেই চুরি ছিনতাইসহ নানা অপকর্ম শহরে করে থাকে। তাই মানুষকে সচেতন করার লক্ষ্যে আমি বিভিন্ন মোড়ে মাইকিং করেছি। এতে কে কি ভাবছে এটি নিয়ে আমার কিছু বলার নেই। আমি আমার দায়িত্ব থেকে কাজটি করে যাচ্ছি।
নিয়াজ আহমেদ সিপন/আরকে