কুপি বাতি থেকে ঘরে আগুন, প্রাণ গেল যুবকের

নারায়ণগঞ্জে একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৭ মার্চ) রাত সাড়ে ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় ফতুল্লার পশ্চিম নন্দলালপুর এলাকার অলি হাজীর ইটভাটার সামনের একটি বসতঘরে এ অগ্নিকাণ্ড ঘটে। এ সময় সেই বাড়ির সবাই বের হতে পারলেও প্রতিবন্ধী মো. সুরুজ আলী (২০) বের হতে না পারায় সেখানেই তার মৃত্যু হয়। সে একই এলাকার মৃত ফিরোজ আলির ছেলে।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কুপি বাতির আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে পাগলা ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় মোট ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক দুই লাখ টাকা।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম জানান, আমরা ঘটনাস্থলে হাজির হয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মরদেহটি ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের প্রেরণ করেছি।
মেহেদী হাসান সৈকত/এমজে