দিনাজপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, ট্রাফিক পুলিশ কর্মকর্তা নিহত

দিনাজপুরের কাহারোলে মোটরসাইকেল ও বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আব্দুল করিম নামের এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যার আগে পঞ্চগড় দিনাজপুর মহাসড়কের এগারো মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল করিম নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বতলাগাড়ি এলাকার বাসিন্দা মৃত আব্দুল গফুরের ছেলে। তিনি দিনাজপুর জেলা ট্রাফিক পুলিশের টিএসআই পদে কর্মরত ছিলেন।
আরও পড়ুন
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেলে বীরগঞ্জে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন শেষে আব্দুল করিম মোটরসাইকেলে শহরে ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা শামীম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়েন তিনি। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
দিনাজপুরের দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওমর ফারুক নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা পরে পালিয়ে যাওয়ার সময় ঘাতক বাসটিকে কাহারোল উপজেলার হাটখোলা এলাকায় আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। বাসচালক ও চালকের সহকারী পলাতক রয়েছেন। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোহাগ গাজী/দিনাজপুর