পেঁয়াজে লোকসান খেয়ে পেঁয়াজ খেতেই কৃষকের বিষপান

মেহেরপুরের মুজিবনগরে সাইফুল শেখ নামের এক পেঁয়াজ চাষি বিষপানে আত্মহত্যা করেছেন। পেঁয়াজ চাষে লোকসান হওয়ার কারণে বুধবার (২৬ মার্চ) বেলা ১১টার দিকে নিজের পেঁয়াজের জমিতে গিয়ে বিষপান করেন তিনি। পরে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে মেহেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
বিজ্ঞাপন
সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। পুলিশ ও পরিবার এসব তথ্য নিশ্চিত করেছে। সাইফুল শেখ (৫৫) মুজিবনগর উপজেলার ভবেরপাড়া এলাকার মৃত দুলাল শেখের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সাইফুল শেখ পেঁয়াজের আবাদ করেছিলেন। এবার পেঁয়াজের দাম কম হওয়ায় তার লোকসান হয়েছে। এজন্য তিনি পেঁয়াজের জমিতে গিয়ে বুধবার বিষপান করেন।
বিজ্ঞাপন
সাইফুল শেখের মেয়ে রফিজা খাতুন বলেন, আমার আব্বার মাথায় একটু সমস্যা ছিল। আব্বা পেঁয়াজ বিক্রি করে লস খাইছে। তারপর মাঠে গিয়ে বিষ পান করেছে। বুধবার বিষ পান করছে আর আজকে (বৃহস্পতিবার) মারা গেছে।
সাইফুল শেখের বোন ফাতেমা খাতুন বলেন, আমার ভাই বিষ পান করে আত্মহত্যা করেছে। পেঁয়াজ বিক্রি করে লোকসান হয়েছে। পেঁয়াজ বিক্রি করে বাড়িতে আসে, এরপর মাঠে গিয়ে পেঁয়াজের জমিতেই বিষ পান করে। হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা গেছে।
এ বিষয়ে মুজিবনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আমরা খোঁজ নিয়ে জেনেছি তিনি বিষ পান করে মারা গেছেন। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের অভিযোগ বা সন্দেহ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, লোকজন বলছে পেঁয়াজের দাম কম, পেঁয়াজ চাষ করে লোকসান হয়েছে, এ কারণে আত্মহত্যা করেছে, এমন জনশ্রুতি আছে। এছাড়াও তার মানসিক সমস্যা ছিল।
রাজু আহমেদ/এমএএস