আন্দোলনে শহীদের মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ: এক আসামির তিন দিনের রিমান্ড

পটুয়াখালীর দুমকীতে জুলাই আন্দোলনে শহীদ বাবার কবর জিয়ারত করে ফেরার পথে কলেজশিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার এক আসামি সাকিব মুন্সীকে (২১) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৭ মার্চ) পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শিরিন সুলতানা এই আদেশ দেন।
আসামি সাকিব মুন্সী দুমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের আলগী গ্রামের বাসিন্দা মামুন মুন্সীর ছেলে।
এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রুহুল আমিন সিকদার বলেন, মামলার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে রিমান্ড আবশ্যক ছিল।
পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফ মো. সালাউদ্দিন বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা আজ রাষ্ট্রপক্ষের শুনানিতে অংশগ্রহণ করি। ন্যায়বিচারের স্বার্থে আমরা আসামির তিন দিনের রিমান্ডের পক্ষে ছিলাম।
প্রসঙ্গত, গত ১৮ মার্চ সন্ধ্যায় দুমকী উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত এক শহীদের ১৭ বছর বয়সী কন্যা তার বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ি ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। এ ঘটনায় অভিযুক্ত দুইজনকে আটক করে আদালতে সোপর্দ করে পুলিশ।
মো. রায়হান/এমজেইউ