ঈদযাত্রায় গাজীপুরের দুই মহাসড়কে নেই যানজট

পবিত্র ঈদুল ফিতরের লম্বা ছুটিতে স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ইতিমধ্যে গ্রামের বাড়ির উদ্দশ্যে রওনা দিয়েছেন ঈদে ঘরে ফেরা মানুষ। তবে ঈদযাত্রায় গাজীপুরের দুটি মহাসড়ক ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এখনো কোথাও যানজটের খবর পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুর ১২টার দিকে গাজীপুরের দুটি মহাসড়ক ঘুরে নির্বিঘ্নে মানুষকে ঈদযাত্রা উপভোগ করতে দেখা গেছে।
উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলসহ দেশের ৩১টি জেলার মানুষের রাজধানী ও গাজীপুরে প্রবেশের দ্বার হলো ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল। ফলে এই মহাসড়কগুলো দিয়ে প্রতিদিন লাখ লাখ পণ্য ও যাত্রীবাহী যানবাহন চলাচল করে। ঈদের সময় এই সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। ফলে এ সময়ে যানজটে আটকে চরম ভোগান্তিতে পরেন মানুষ। তবে এবারের ঈদযাত্রার চিত্র পুরো ব্যতিক্রম। মোড়ে মোড়ে নেই অতিরিক্ত বাসের চাপ, নেই চিরচেনা যানজট, নেই পরিবহন সংকট। বৃহস্পতিবার দুপুর ১২টায় গাজীপুরের দুটি মহাসড়ক ঘুরে এসব চিত্র দেখা গেছে।
বিজ্ঞাপন
উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় বৃহস্পতিবার সকাল থেকে ঈদ যাত্রার ঘরমুখী মানুষের চাপ বেড়েছে। চন্দ্রা কেন্দ্রী কিছুটা যানবাহনের জটলা থাকলেও মহাসড়কের কোথাও কোনো যানজটের খবর পাওয়া যায়নি। যাত্রীর জন্য বাসগুলোকে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গিয়েছে। তবে বরাবরের মতো এবারও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ তুলেছেন যাত্রীরা।
অপরদিকে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা থেকে জৈনাবাজার পর্যন্ত গাজীপুর অংশের প্রায় ৩৫ কিলোমিটার মহাসড়কেও কোথাও কোনো যানজট বা যাত্রী দুর্ভোগের খবর পাওয়া যায়নি। চালক ও পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, মহাসড়কের এই অংশের কয়েকটি মোড়ে দীর্ঘ সময় দাঁড়িয়ে যাত্রী উঠানামা করানোর কারণে অতিরিক্ত যাত্রী চাপে যানজটের সৃষ্টি হয়, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত যানজটের কোনো তথ্য পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
নাওজোর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইছ উদ্দিন বলেন, মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে কখনো কখনো জটলার সৃষ্টি হলেও তাতে খুব একটা সমস্যার সৃষ্টি হচ্ছে না। যানজট নিরসনে পুলিশের ৩০০ এবং জেলা পুলিশের ৩০০ সদস্য তিন শিফটে দায়িত্ব পালন করছেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) অশোক কুমার পাল বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর অংশে কোথাও যানজট নেই। যানজট রোধে মহানগর পুলিশের ব্যাপক প্রস্তুতি রয়েছে।
শিহাব খান/আরকে