মাগুরার সেই শিশুর পরিবারের পাশে ইউনিয়ন পরিষদ

মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের সেই শিশুর পরিবারকে সব্দালপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাল ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (২৬ মার্চ) দুপুরে শিশুটির গ্রামে গিয়ে পরিবারের খোঁজখবর নেন এবং চাল ও নগদ অর্থ প্রদান করেন সব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পান্না খাতুন।
এ সময় সব্দালপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আওয়াল হোসেন, ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম, রুপ কুমার বিশ্বাস, ওসিয়ার রহমান বাবু, আবুল কাশেম, সোহেল বিশ্বাস, ফারুকুল ইসলাম, সালমা বেগম, নাজনীন খাতুন, সালেহা খাতুন, ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী ইমরান সিদ্দিকসহ গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
সব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পান্না খাতুন বলেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়ন পরিষদের নিজস্ব তহবিল থেকে নগত ২০ হাজার টাকা ও ১শ কেজি চাল প্রদান করা হয়েছে যেন পরিবারটি ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে। শিশুটির মৃত্যুর ঘটনায় জড়িত প্রকৃত অপরাধীর বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত এই পরিবারটির পাশে থাকবে বলেও আশ্বস্ত করেন ইউপি চেয়ারম্যান।
শিশুটির মা বলেন, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে চেয়ারম্যান মেম্বারেরা চাল এবং ২০ হাজার টাকা দিয়েছে। মামলার সঙ্গে যারা জড়িত আছে তাদের দ্রুত ফাঁসি দেখতে চাই।
সম্প্রতি মাগুরার নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ৮ বছরের শিশুটিকে ধর্ষণের পর হত্যার চেষ্টা করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় (১৩ মার্চ) দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শিশুটি মারা যায়।
মৃত্যুর ঘটনায় জড়িত প্রকৃত অপরাধীর বিচার প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত ফাঁসির দাবি জানান ইউপি চেয়ারম্যান পান্না খাতুন।
তাছিন জামান/আরকে