নাটোরে বিএনপির কমিটি প্রকাশের এক দিন পরই ৫ নেতার নাম প্রত্যাহার

নাটোরে জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে নাম সংযুক্ত করার এক দিন পরই ৫ নেতার নাম প্রত্যাহারের ঘটনায় জেলার কমপক্ষে তিনটি স্থানে আলাদা বিক্ষোভ সমাবেশ এবং সড়ক অবরোধ করেছে প্রত্যাহার হওয়া বিএনপি নেতাদের অনুসারী বিক্ষুদ্ধ নেতাকর্মীরা।
বিজ্ঞাপন
বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই পাঁচ নেতাকে প্রত্যাহারের প্রেস বিজ্ঞপ্তির খবর ছড়িয়ে পড়ে। নাটোর সদরের দিঘাপতিয়ায় নাটোর-বগুড়া মহাসড়ক, দত্তপাড়ায় নাটোর-ঢাকা মহাসড়ক এবং বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় পাবনা-নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছেন শত শত বিএনপি নেতাকর্মী।
নাম প্রত্যাহারকৃত ওই পাঁচ নেতা হলেন- এ হাই তালুকদার ডালিম, সানোয়ার হোসেন তুষার, রাসেল আহমেদ রনি, শামসুল আলম রনি ও ফয়সাল আলম আবুল ব্যাপারী।
বিজ্ঞাপন
বিক্ষুদ্ধ নেতাকর্মীরা বলেন, ১৭ বছরের ত্যাগী ও নিবেদিত প্রাণ নেতাদের আহ্বায়ক কমিটিতে নাম দিয়ে তা প্রত্যাহার করা নেতাদের জন্য অপমানজন এবং মানহানিকর। বিএনপি কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্যে তারা বলেন, রাজপথের ত্যাগী, নির্যাতিত, লাঞ্ছিত এবং সংগ্রামী নেতাদের জেলা কমিটিতে যাচাই-বাছাই করে অন্তর্ভুক্ত করার পরে কিভাবে তা প্রত্যাহার করা হলো সেটি তদন্ত হওয়া উচিত। যদি প্রত্যাহার করা নেতাদের পুনরায় পদ দেওয়া না হয় তাহলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন বিএনপি তৃণমূলের নেতাকর্মীরা।
কমিটি থেকে নাম প্রত্যাহার হওয়া বিএনপি নেতা ফয়সাল আলম আবুল ব্যাপার ঢাকা পোস্টকে বলেন, কমিটি নিয়ে ব্যাপক ষড়যন্ত্র চলছে। ৫ তারিখের আগে বিগত ১৭ বছর যারা নাটোরের রাজনীতিতে বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত ছিল না, যাদের নাম চিহ্ন ছিল না তারাই আজকে বড় বড় পদবী পাচ্ছে এবং তারাই এই ষড়যন্ত্র করছে বলে আমরা মনে করি। ত্যাগী নেতাকর্মীদের পদ পাওয়া দেখেই ঈর্ষান্বিত হয়ে তারা এই ষড়যন্ত্র করছেন। আমরা বিএনপির কেন্দ্রীয় নেতাদেরকে বলতে চাই আপনারা বিষয়গুলো তদন্ত করুন। কার আপনাদেরকে ভুল বোঝাচ্ছে সেই বিষয়গুলো ক্লিয়ার হওয়া দরকার। আগামীকাল এ বিষয়ে আমরা বৃহত্তর কর্মসূচি পালন করব।
বিজ্ঞাপন
এ বিষয়ে কথা বলতে নবগঠিত কমিটির আহ্বায়ক রহিম নেওয়াজ ও সদস্য সচিব আসাদুজ্জামান আসাদের মোবাইল ফোনে কল করলেও তারা রিসিভ করেননি।
উল্লেখ্য, গত ২৪ মার্চ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী স্বাক্ষরিত ৩৬ সদস্য বিশিষ্ট নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়। কমিটি অনুমোদনের ৩০ ঘণ্টা পরেই আজ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি থেকে ওই ৫ নেতার নাম প্রত্যাহার করা হয়।
গোলাম রাব্বানী/আরকে