মাগুরায় চাঁদা তোলার সময় হাতির আকস্মিক মৃত্যু

মাগুরার মহম্মদপুরে সড়কে একটি পোষা হাতির আকস্মিক মৃত্যু হয়েছে। মৃত হাতিটি সড়কে পড়ে থাকায় উৎসুক লোকজন দেখতে ভিড় করেছেন। যার কারণে সড়কে যানজট তৈরি হয়েছে। তবে হাতির মাহুত পলাতক রয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (২৬ মার্চ) মাগুরা - মহম্মদপুর সড়কের শ্যামনগর এলাকায় হাতিটি মারা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহম্মদপুর উপজেলার শ্যামনগর এলাকায় সড়কে দুপুরের দিকে এক মাহুত পোষা হাতি নিয়ে সড়কে বিভিন্ন যানবাহন ও লোকজনের কাছে চাঁদা তুলছিলেন এ সময় আকস্মিক ওই পোষা হাতিটি অসুস্থ হয়ে সড়কে পড়ে যায়। কিছু সময় পর হাতিটির মৃত্যু হয়। মাহুত পলাতক থাকায় হাতির মালিকের পরিচয় জানা যায়নি। দীর্ঘসময় সড়কে মৃত হাতিটি পড়ে থাকার খবর ছড়িয়ে পড়লে উৎসুক লোকজন দেখতে ভিড় করে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
মাগুরা জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মিহির কান্তি বিশ্বাস রাতে ঢাকা পোস্টকে বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার মৌখিক অনুমতি নিয়ে বনবিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে মৃত হাতিটির পোস্টমর্টেম করা হয়েছে। হাতির মাগুতকে পাওয়া যায়নি।
তাছিন জামান/এআইএস