একটি ষড়যন্ত্রকারী মহল দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে : ওয়াহাব

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেছেন, মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস (২৬ মার্চ) বিএনপির কাছে বিশেষ গুরুত্বপূর্ণ একটি দিন। কারণ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। আমরা এই দলের কর্মী হিসেবে গর্বিত। তাই শহীদ জিয়ার আদর্শকে লালন করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার ভিত্তিতে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিজ্ঞাপন
বুধবার (২৬ মার্চ) দুপুরে ময়মনসিংহ নগরীর নতুন বাজারস্থ বিএনপি কার্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অন্তর্বর্তী সরকারের প্রতি তড়িৎ গতিতে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়ে ওয়াহাব আকন্দ আরও বলেন, একটি ষড়যন্ত্রকারী মহল দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। অবিলম্বে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। অন্যথায় দেশ-বিদেশে ষড়যন্ত্র চলতেই থাকবে।
বিজ্ঞাপন
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম। এ সময় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী রানার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ শিব্বির আহম্মেদ ভুলু, শামীম আজাদ, মহানগর বিএনপির সদস্য সৈয়দ শরীফ, জগলুল হায়দার, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জিএস মাহাবুবসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মো. আমান উল্লাহ আকন্দ/এমজেইউ