প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় সংগ্রাম অব্যাহত রাখতে হবে

সশস্ত্র বাহিনীকে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, সেনাবাহিনীকে নিয়ে উসকানিমূলক বক্তব্য দিয়ে পরিকল্পিতভাবে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচনকে অনিশ্চিত করার অপচেষ্টা হচ্ছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে দেশের সশস্ত্র বাহিনী জাতীয় ঐক্যের প্রতীক। সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার ও গুজব সৃষ্টি একটি ফাঁদ। যারা এই ফাঁদে পা দিচ্ছেন তাদের চিন্তা করে কথা বলা উচিত।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের পুটিমারী বাজারে স্থানীয় ৭ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমরান সালেহ প্রিন্স বলেন, সেনাবাহিনী জাতির গর্বের প্রতিষ্ঠান। স্বাধীনতা ও সার্বভৌমত্বের রক্ষা কবচ। সেনাবাহিনীকে বিতর্কিত করে দুর্বল করলে জাতীয় স্বাধীনতা বিপন্ন হবে। ইতোমধ্যে ফ্যাসিস্ট হাসিনার পতনে আন্দোলনের প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে। এখন প্রয়োজনীয় সংস্কার শেষে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে জনপ্রতিনিধিত্বশীল সংসদ ও সরকার কায়েমের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করে বিজয় সুসংহত করতে হবে।
বিজ্ঞাপন
এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি পরিপূর্ণ বিজয় অর্জন না হওয়া পর্যন্ত সতর্কভাবে রাজপথে থাকার আহ্বান জানিয়ে বলেন, পরিকল্পিতভাবে পরিস্থিতি জটিল করার চেষ্টা চালানো হচ্ছে। নির্বাচনকে প্রলম্বিত করে নির্বাচন ছাড়াই ক্ষমতাবান হওয়ার প্রচেষ্টা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের আকাঙ্ক্ষার পরিপন্থি। প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমাদেরকে সংগ্রাম অব্যাহত রাখতে হবে। অহেতুক উত্তেজনা সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা লাভের দিন শেষ। ফ্যাসিবাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাজনীতি ও রাষ্ট্রের পরিবর্তন আনতে হলে জনগণ নির্ভর গঠনমূলক রাজনীতি করতে হবে।
তিনি আরও বলেন, দেশের বর্তমান জটিল পরিস্থিতিতে জাতীয় ঐক্য যখন আরও সুদৃঢ় ও মজবুত হওয়া প্রয়োজন তখন ক্রমাগতভাবে জাতীয় ঐক্যবিরোধী তৎপরতা পরিলক্ষিত হচ্ছে। তাই জাতীয় ঐক্য অটুট রেখে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের আকাঙ্ক্ষা তথা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় ভিত্তিক রাষ্ট্র বাস্তবায়নে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের ৩১ দফা দেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ারও আহ্বান জানান।
বিজ্ঞাপন
আলোচনা সভায় স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল মোতালেবের সভাপতিত্বে আরও বক্তব্য দেন ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজল, সদস্যসচিব আনিসুর রহমান মানিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম, মাহবুবুল আলম বাবুল, গাজিউর রহমান, হুমায়ুন কবীর, আবদুল মোমেন শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব কামরুল হাসান সুমন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দিন, উপজেলা তাঁতী দলের আহ্বায়ক ওসমান গণি প্রমুখ।
মো. আমান উল্লাহ আকন্দ/এমজেইউ