কুমিল্লায় দুই এনজিওকর্মীকে নির্যাতনের ঘটনায় যুবক গ্রেপ্তার

কুমিল্লার চান্দিনায় ঋণের কিস্তি আদায় শেষে ফেরার পথে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) দুই কর্মীকে তুলে নিয়ে নির্যাতনের ঘটনায় মামলার এজহারভুক্ত আসামি মো. শাওন হোসেন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৫ মার্চ) ভোরে জেলার দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়নের খাদঘর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাওন হোসেন কুমিল্লার চান্দিনা উপজেলার পৌর এলাকার তুলাতলী গ্রামের বাসিন্দা।
বিজ্ঞাপন
চান্দিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল আলম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, দুই এনজিওকর্মীকে নির্যাতনের মামলার পর আত্মগোপনে চলে যান অভিযুক্তরা। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মো. শাওন হোসেনের অবস্থান নিশ্চিত করা হয়। মঙ্গলবার ভোরে দেবিদ্বারের খাদঘর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি জাবেদ উল আলম বলেন, গ্রেপ্তার শাওনকে আদালতে তোলা হয়েছে। তিনি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, গত ১৭ মার্চ (সোমবার) কুমিল্লার চান্দিনায় কিস্তি আদায় করতে যান আইডিএফ নামের একটি এনজিওর দুই কর্মী। উপজেলার তুলাতলী গ্রামে সন্ধ্যার পর এনজিওর পুরুষ ও নারী কর্মীকে আটক করে নির্যাতন চালায় কয়েকজন যুবক। রাত ১১টা পর্যন্ত একটি নির্জন বাগানে নিয়ে পুরুষ কর্মীকে গাছের সঙ্গে বেঁধে নারী কর্মীকে যৌন নির্যাতন করার অভিযোগ ওঠে। এ সময় দুইজনকে ইলেক্ট্রিক শক দিয়ে নগ্ন ভিডিও ধারণ করে অর্থ আদায়ের অভিযোগ করেন ভুক্তভোগীরা। একপর্যায়ে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় পুরুষ কর্মী বাদী হয়ে চান্দিনা থানায় মামলা দায়ের করেন।
আরিফ আজগর/এমজেইউ