বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ প্রস্তুত করা হয়েছে। এরই মধ্যে শেষ করা হয়েছে সব রকম প্রস্তুতি। গণপূর্ত বিভাগের দেড় শতাধিক কর্মী প্রায় এক মাস কাজ করেছেন বিজয় দিবস উপলক্ষ্যে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
সরেজমিনে দেখা যায়, স্মৃতিসৌধ প্রাঙ্গণকে ধুয়ে-মুছে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। রং তুলির আঁচড় ও বাহারি ফুল এবং সৌন্দর্যবর্ধনকারী গাছের সমন্বয়ে স্মৃতিসৌধ প্রাঙ্গণে তৈরি করা হয়েছে লাল-সবুজের দারুণ এক আবহ। এছাড়া লেক সংস্কার ও স্মৃতিসৌধের পাদদেশ থেকে চূড়া পর্যন্ত ধুয়ে-মুছে পরিষ্কার করা হয়েছে।
জাতীয় স্মৃতিসৌধে পরিচ্ছন্নতার কাজ করছিলেন তাজুল মিয়া। তিনি জানান, বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় স্মৃতিসৌধে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। এছাড়াও গাছের বাড়তি ডালপালা ছেঁটে সুন্দর করা হয়েছে। এরই মধ্যে প্রস্তত হয়েছে জাতীয় স্মৃতিসৌধ।
অপর পরিচ্ছন্নতা কর্মী আমেনা বলেন, জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। রং তুলি ও মেরামতের কাজ করা হয়েছে। আগামীকাল রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানাবেন।
গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, উপদেষ্টা মন্ডলী ও বিদেশি কূটনৈতিকসহ লাখ লাখ জনতা বীর শহীদদের প্রতি সম্মান জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরই মধ্যে গণপূর্ত বিভাগের পক্ষ থেকে স্মৃতিসৌধ কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার করা এবং রং তুলির কাজ, ফুল দিয়ে সাজানো, সিসিটিভির কাজ সম্পূর্ণ করা হয়েছে। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত করা হয়েছে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ বলে জানান তিনি ।
আগামীকাল বুধবার (২৬ মার্চ) ভোরে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, উপদেষ্টা মন্ডলী, বিদেশি কূটনৈতিক, মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা ফুলেল শ্রদ্ধায় জাতির সূর্য সন্তানদের স্মরণ করবেন। এরপরে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। পরে লাখো মানুষের ঢল নামবে জাতীয় স্মৃতিসৌধে।
লোটন আচার্য্য/আরএআর