হেরোইন বহনের দায়ে যুবকের ৫ বছরের কারাদণ্ড

মুন্সীগঞ্জে ৫০ গ্রাম হেরোইন বহনের দায়ে গোলাম হোসেন ওরফে গোলাম মোস্তফা (৪৩) নামের এক যুবককে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গাজী দেলোয়ার হোসেন এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানার নির্দেশ দেন আদালত। বিষয়টি নিশ্চিত করেন ওই আদালতের বেঞ্চ সহকারী বুলবুল আহমেদ।
বিজ্ঞাপন
আসামি গোলাম হোসেন ওরফে গোলাম মোস্তফা সদর উপজেলার খানকা দালাল পাড়ার মৃত হারুনুর রশিদের ছেলে।
বিজ্ঞাপন
মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে সদর থানাধীন রেইডিং পার্টির সদস্যরা আসামিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সুকবাসপুর বছিরননেছা স্কুলের সামনে রাস্তা থেকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫০ পুড়িয়া হেরোইন (ওজনে ১০ গ্রাম) জব্দ করা হয়।
এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক মো. হোসেন মিয়া বাদী হয়ে ওই একই তারিখে গোলাম মোস্তফাকে আসামি করে সদর থানায় মাদক আইনে মামলা করেন।
মামলাটি আট বছর আদালতে চলমান অবস্থায় পাঁচজন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিকে দোষী সাব্যস্ত করে বিচারক এ রায় ঘোষণা করেন।
এ ব্যাপারে সরকার পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সুলতানা রোজিনা ইয়াসমিন বলেন, ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সুখবাসপুর এলাকা হতে ৫০ গ্রাম হেরোইনসহ গোলাম মোস্তফা নামে এক আসামিকে আটক করা হয়। এ ঘটনায় পাঁচজন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেন। অনাদায় আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেন আদালত। এ রায়ে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট পোষণ করছি।
ব.ম শামীম/এএমকে