অছাত্র-ছাত্রলীগ কর্মী দিয়ে ছাত্রদলের কমিটি, ৭ জনের পদত্যাগ

পরীক্ষিত ত্যাগী ও নির্যাতিতদের বাদ দিয়ে অছাত্র, বিবাহিত, ছাত্রলীগ কর্মী দিয়ে সম্পূর্ণরূপে অবৈধভাবে ছাত্রদলের পকেট কমিটি বাতিল করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বামনী ডিগ্রি কলেজের পদবঞ্চিতরা। একই সঙ্গে কমিটিতে স্থান পাওয়া ১১ সদস্যের ৭ জন পদত্যাগ করেছেন।
বিজ্ঞাপন
গতকাল সোমবার (২৪ মার্চ) দুপুরে বসুরহাট বাজারে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়। এ সময় কমিটি প্রত্যাখান করে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাসিরকে অবাঞ্ছিত ঘোষণা করে কমিটি বাতিল করে ত্যাগী নেতাদের দিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান বিক্ষোভকারীরা।
জানা যায়, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির নোয়াখালী জেলার সন্তান। দীর্ঘদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের কমিটি না থাকায় মূল্যায়ন পাননি রাজনীতির সাথে জড়িত শিক্ষার্থীরা। কিন্তু কমিটিতে ছাত্রলীগ নেতা, বিবাহিত, অছাত্র ও ব্যবসায়ীদের অন্তর্ভুক্ত করায় প্রতিবাদ জানিয়েছেন পদবঞ্চিতরা।
বিজ্ঞাপন
রোববার (২৩ মার্চ) দুপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির নোয়াখালীর ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের কমিটি অনুমোদন দেন।
বামনী ডিগ্রি কলেজ ছাত্রদলের বর্তমান কমিটিতে প্রচার সম্পাদকের দায়িত্ব পাওয়া মো. ইয়াজ উদ্দিন সাকিব ঢাকা পোস্টকে বলেন, নোয়াখালীতে ৩৬টা শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে বেশিরভাগ একতরফা কমিটি হয়েছে। বিশেষ করে বামনী ডিগ্রি কলেজ ছাত্রদলের বর্তমান কমিটি। তাই আমরা ১১ সদস্যের সাতজনই পদত্যাগ করেছি। এখানে অযোগ্য ব্যক্তিরা কমিটিতে স্থান পেয়েছে। কারো পছন্দের ব্যক্তিদের নিয়ে কমিটি নয়, আমরা যোগ্যদের দিয়ে কমিটি চাই।
বিজ্ঞাপন
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসেন ঢাকা পোস্টকে বলেন, অছাত্র, বিবাহিত ও সাবেক ছাত্রলীগকর্মী দিয়ে কমিটি গঠনের ফলে নোয়াখালীর সুবর্ণচরের সন্তান কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। আমরা চাই যোগ্য নেতৃত্ব আসুক আর পকেট কমিটি না আসুক।
বিক্ষোভ মিছিলে সালাউদ্দিন কামরান, শাহীন ইকবাল বাহার, মো. শামছুল ইসলাম, মো. ইমাম উদ্দিন, রিফাত হোসেন ও নুরুল হুদা প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
হাসিব আল আমিন/আরএআর