রাতের আঁধারে বনের গাছ কেটে সাবাড়, একজন কারাগারে

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সংরক্ষিত সরকারি বাগানে রাতের আঁধারে গাছ কেটে বন পরিষ্কার করার অপরাধে মো. জাবের হোসেন নামের এক ব্যক্তিকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (২৪ মার্চ) বিকেলে হাতিয়া জুডিশিয়াল কোর্টের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে, দুপুরে জাহাজমারা ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কারাগারে প্রেরণকৃত মো. জাবের হোসেন জাহাজমারা ইউনিয়ন ৩নং ওয়ার্ড চরহেয়ার গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
জানা যায়, গত ১৮ মার্চ ইউনুছ হাজীর গোপট এলাকায় টর্চ লাইটের আলোতে দেখতে পান মো. জাবের হোসেন, একই ওয়ার্ডের মৃত নুরুল ইসলামের ছেলে আবুল কাশেম এবং মো. জাবের হোসেনের ছেলে আজগর হোসেনসহ অজ্ঞাত আরও পাঁচ-ছয়জন লোক ইলেকট্রনিক করাত ও কুড়াল দিয়ে গাছ কাটছেন। এদের মধ্যে কেউ কেউ দা দিয়ে গেওয়া গাছ কেটে বনভূমি পরিষ্কার করছেন। এ সময় বনরক্ষীদের উপস্থিতি টের পান তারা। আসামিরা গালিগালাজ করে একপর্যায়ে আক্রমণের জন্য দা, কুড়াল নিয়ে এগিয়ে আসলে বনরক্ষীরা ঘটনাস্থল ত্যাগ করেন। পরদিন সকাল ৭টায় বনরক্ষী ও টহল স্টাফসহ ঘটনাস্থলে গিয়ে দেখেন আসামিদের কাটা ৮০০টি এক ফুট বেড়ের গেওয়া গাছ ও ৩২টি কেওড়া গাছ। যা ঘটনাস্থল থেকে পরিবহন করতে অসুবিধা হওয়ায় পতিত অবস্থায় রেখে চলে আসেন তারা। আসামিরা ভূমি জবরদখলের উদ্দেশে প্রায় ১.৫০ একর জমির এক ফুট বেড়ের ৮০০টি গেওয়া গাছ এবং ৩২টি কেওড়া গাছ কেটে বন পরিষ্কার করে ফেলেছেন। এ ছাড়া বন ও পরিবেশের ক্ষতি মিলিয়ে সরকারি বাগানের ক্ষয়ক্ষতির বিবরণে সর্বমোট ২১ লাখ ৪১ হাজার ৬৮০ টাকার পরিমাণ উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ২০ মার্চ ফরেস্টার বোখারী আহমেদ বাদী উল্লিখিত আসামিরা ছাড়াও পাঁচ-ছয়জনকে অজ্ঞাত করে মামলা দেন।
বিজ্ঞাপন
জাহাজমারা রেঞ্জ কর্মকর্তা এস এম সাইফুর রহমান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আসামিরা সংরক্ষিত বনে অনধিকার প্রবেশ করে সরকারি গাছ কেটে পরিবেশ ও রাষ্ট্রের ক্ষতিসাধন করেছে। বনের জমি জবরদখলের চেষ্টা করায় তাদের বিরুদ্ধে ১৯২৭ সালের বন আইনে (২০০০ সালে সংশোধিত) মামলা করা হয়। এজাহারে উল্লিখিত বাকি আসামিদের গ্রেপ্তারের ব্যাপারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এস এম সাইফুর রহমান আরও বলেন, বনের মধ্যকার খালে মাছ ধরা এবং মধু সংগ্রহের জন্য রাজনৈতিক দলের পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তি বনরক্ষীদের নানাভাবে হুমকি দিয়ে আসছে। এ বিষয়ে সহকারী বনরক্ষক একেএম আরিফ-উজ-জামান ২৩ মার্চ হাতিয়া থানায় একটি জিডি করেন । এসব অপরাধরোধে বনে আমাদের টহল জোরদার করা হয়েছে।
হাসিব আল আমিন/এএমকে