প্যাকেটসহ মিষ্টি ও দই পরিমাপ করে বিক্রির অপরাধে জরিমানা

রংপুরে প্যাকেটসহ মিষ্টি ও দই পণ্য পরিমাপ করে বিক্রি করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে বিএসটিআই।
বিজ্ঞাপন
সোমবার (২৪ মার্চ) বিকেলে নগরীর সিটি বাজার ভাঙ্গা মসজিদ সংলগ্ন মেসার্স মুসলিম সুইটস অ্যান্ড দধি ভান্ডারে এ অভিযান পরিচালনা করা হয়।
রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম এ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় বিএসটিআই রংপুর বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার (সিএম) মারুফা বেগম ও পরিদর্শক (মেট্রোলজি) মো. নাসির উদ্দিন সঙ্গে ছিলেন।
বিজ্ঞাপন
বিএসটিআই’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপপরিচালক (পদার্থ) ও বিভাগীয় অফিস প্রধান মুবিন-উল-ইসলাম।
তিনি গণমাধ্যমকে জানান, সোমবার রংপুর নগরীর মেসার্স মুসলিম সুইটস অ্যান্ড দধি ভান্ডারে প্যাকেটসহ মিষ্টি ও দই পণ্য পরিমাপ করে বিক্রয় করার অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ এর ২৯/৪৬ ধারা অনুসারে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, অভিযানের সময় ভোক্তাকে ৫০০ গ্রাম মিষ্টিতে প্যাকেটের ওজন ৩০ গ্রামসহ পরিমাপ করে দেওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই প্রতিষ্ঠানের সেলসম্যানকে বাধা দেন এবং সঠিক ওজন দিতে নির্দেশ দেন। একইসঙ্গে আইন অনুযায়ী প্যাকেট/মোড়কের ওজন বাদ দিয়ে মিষ্টি ও দই পণ্য পরিমাপ করার জন্য একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি ঝুলিয়ে দেওয়া হয়।
ফরহাদুজ্জামান ফারুক/জেডএস