সাতক্ষীরা জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন

সাতক্ষীরা জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এইচ এম রহমাতুল্লাহ পলাশকে আহ্বায়ক এবং আবু জাহিদ ডাবলুকে সদস্যসচিব করে ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (২৪ মার্চ) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে যারা রয়েছেন
বিজ্ঞাপন
যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন—আবুল হাসান হাদী, তাজকিন আহমেদ চিশতি, ড. মনিরুজ্জামান, আখতারুল ইসলাম।
বিজ্ঞাপন
কমিটির অন্য সদস্যরা হলেন
অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, আব্দুল আলিম, হাবিবুর রহমান হাবিব, শেখ তারিকুল হাসান, মাস্টার আব্দুল ওয়াহেদ, অধ্যক্ষ রইচ উদ্দিন, মো. আব্দুর রশিদ, হেদায়েতুল্লাহ, জিএম লিয়াকত আলী, শেখ সিরাজুল ইসলাম, শেখ এবাদুল ইসলাম, মৃণাল কান্তি রায়, মহিউদ্দীন সিদ্দিক, শের আলী, সোলাইমান কবির, অধ্যক্ষ শফিকুল ইসলাম, শেখ মাসুম বিল্লাহ শাহীন, আব্দুর রকিব মোল্ল্যা, ইঞ্জিনিয়ার মো. আয়ুব হোসেন, অ্যাডভোকেট নুরুল ইসলাম, ইব্রাহিম হোসেন, আশেক এলাহী মুন্না, আসাফুর রহমান তুহিন, অধ্যাপক আতাউর রহমান ও মো. নুরুজ্জামান।
প্রসঙ্গত, গত ৩ ফেব্রুয়ারি সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিল করে এইচ এম রহমাতুল্লাহ পলাশকে আহ্বায়ক ও আবু জাহিদ ডাবলুকে সদস্যসচিব করে ছয় সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। এবার সেই কমিটিকেই পূর্ণাঙ্গ রূপ দেওয়া হলো।
ইব্রাহিম খলিল/এএমকে