‘ডিসি স্যারের সহযোগিতার টাকা বকেয়া বাসা ভাড়া দেব’

চলচ্চিত্র শিল্পী শাহানার পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা। এর আগে আর্থিক সাহায্য চেয়ে অসহায় এই অভিনয় শিল্পী জেলা প্রশাসক বরাবর আবেদন করেছিলেন। সেই আবেদনের প্রেক্ষিতে দ্রুততম সময়ে বিষয়টি নিষ্পত্তি করলেন জেলা প্রশাসক। সম্প্রতি সহযোগিতার চেক নিতে জেলা প্রশাসক কার্যালয়ে আসেন অভিনয় শিল্পী শাহানা। এসময় জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা তাকে আপ্যায়ন করেন এবং তিনি গুনী এই শিল্পীর দুঃখ-দুর্দশার কথা ধৈর্য সহকারে শুনেন। তাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আগামীতেও সাহায্য সহযোগিতার আশ্বাস দেন।
বিজ্ঞাপন
আর্থিক সহয়তার চেক পাওয়ার পরে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শিল্পী শাহানা বলেন, আমার স্বামী মারা গেছে এক যুগেরও বেশি আগে। আমি আমার একমাত্র মেয়েকে নিয়ে কোনো রকম করে সংসার চালাচ্ছিলাম। কিন্তু অসুস্থতার কারণে চলচ্চিত্রে অভিনয় করতে পারছি না এখন আর।
তিনি আরও বলেন, চলচ্চিত্রে আগের মতো কাজও নেই। বাধ্য হয়েই জেলা প্রশাসক স্যারের কাছে আবেদন করেছিলাম। কারণ অনেকের কাছে শুনেছি নতুন এই জেলা প্রশাসক স্যার অনেক ভালো মানুষ। আজকে নিজের চোখে দেখলাম উনার অমায়িক ব্যবহার। একজন শিল্পী হিসেবে আমাকে উনি অনেক সম্মান দেখিয়েছেন। আমার প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন।
বিজ্ঞাপন
শাহানা এই প্রতিবেদকে জানান, বাসা ভাড়া দিতে না পারায় বাসার মালিক বাসায় তালা ঝুলিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। ডিসি স্যারের আর্থিক সহায়তার টাকাটা দিয়ে সবার আগে বকেয়া বাসা ভাড়া দেব।
তিনি বলেন, সপ্তম শ্রেণিতে পড়ুয়া আমার একমাত্র মেয়ের মৌলিক চাহিদা পূরন করার ক্ষমতা আমার আর নেই। তিনি মা হিসেবে অনেক কষ্ট নিয়ে বিভিন্নজনের দ্বারে দ্বারে আর্থিক সহায়তার জন্য চেষ্টা করছেন। শাহানা জেলার সিদ্দিরগঞ্জ থানার মাদানী নগর এলাকায় একটা ভাড়া বাসায় থাকেন।
এমএএস