কুমিল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। সোমবার (২৪ মার্চ) বিকেলে চৌদ্দগ্রাম পৌর এলাকায় বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, সোমবার বিকেলে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাংগঠনিক সভা ছিল। ওই সভায় যোগদান করেন দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দ। উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামরুল হুদা এবং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি তোফায়েল হোসেন জুয়েলের মধ্যে রাজনৈতিক বিরোধ চলছে দীর্ঘদিন ধরে। সোমবার বিকেলে বিএনপির ওই সাংগঠনিক সভায় কামরুল হুদা পক্ষের লোক অবস্থান নেন। এ সময় জুয়েল পক্ষের নেতাকর্মীরা সভাস্থলে উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। দুই পক্ষের নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় চেয়ার ছোড়াছুড়ির দৃশ্যও দেখা গেছে। ইটপাটকেলের আঘাতে দুই পক্ষের অন্তত ৪-৫ জন নেতাকর্মী আহত হন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
এ বিষয়ে জানতে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামরুল হুদা এবং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি তোফায়েল হোসেন জুয়েলকে কয়েকবার ফোন করা হলেও তারা রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বিজ্ঞাপন
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন ঢাকা পোস্টকে বলেন, আমরা অনুষ্ঠানে যাওয়ার আগে সেখানে ঘটনাটি ঘটেছিল। আমরা গিয়ে পরিস্থিতি শান্ত দেখেছি। বিষয়টি নিয়ে আলোচনা করে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির খবর শুনেছি। তবে কেউ কোনো অভিযোগ জানায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরিফ আজগর/এমজেইউ