মাদার নদীর চরে ঝুলছিল ইটভাটা শ্রমিকের মরদেহ

সাতক্ষীরার শ্যামনগরের মাদার নদীর চরের একটি গাছ থেকে ইয়াছিন আলম (৩২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার কালিঞ্চী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
ইয়াছিন আলম পার্শ্ববর্তী কৈখালী ইউনিয়নের জয়াখালী গ্রামের মৃত জাবেদ আলী গাজীর ছেলে। তিনি পেশায় ইটভাটা শ্রমিক ছিলেন।
স্থানীয়রা জানান, দুই দিন আগে ইয়াছিন ইটভাটা থেকে বাড়িতে ফেরেন। এরপর রোববার (২৩ মার্চ) রাতে তালাক দেওয়া স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলা নিয়ে বর্তমান স্ত্রীর সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এ নিয়ে স্ত্রী ও শ্যালকের সঙ্গে মারামারির ঘটনাও ঘটে। একপর্যায়ে ইয়াছিন তার স্ত্রীকে মারধর করলে শ্যালকসহ অন্যরা তাকে ধাওয়া করে। তখন তিনি পাশের মাদার নদীতে ঝাঁপ দেন। পরে সোমবার সকালে গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
স্থানীয় আরেকটি সূত্র জানায়, ইয়াছিন তালাকপ্রাপ্ত স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে জনৈক রাশিদুল ইসলামের মাধ্যমে তার ছেলের কাছে একটি দলিল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে আত্মহত্যা করেছেন।
এ বিষয়ে শ্যামনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্যা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।
ইব্রাহিম খলিল/এমজেইউ