সুনামগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ১

সুনামগঞ্জের ছাতক উপজেলার সুরমা ব্রিজ পয়েন্টে (পাগল হাসান চত্বর) ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
রোববার (২৩ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের সুরমা ব্রিজের গোলচত্বর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ছাতকের কালারুকা ইউনিয়নের খরছখালী গ্রামের হুমায়ুন আহমদ ও শাহিন। এছাড়া, আহত হুসাইন আশঙ্কাজনক অবস্থায় সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইফতারের আগে একটি মোটরসাইকেল দ্রুতগতিতে যাওয়ার সময় পাগল হাসান চত্বরে একটি সিএনজিকে ওভারটেক করার চেষ্টা করে। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাকের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হুমায়ুন আহমদ ও শাহিন নিহত হন। এবং স্থানীয়রা হুসাইনকে আহত অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি ঢাকা পোস্টকে জানান, দুর্ঘটনার সময় মোটরসাইকেলে তিনজন আরোহী ছিলেন। ট্রাক সিএনজিচালিত অটোরিকশার রিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন মারা গেছেন। একজন আহত হয়েছেন। ঘাতক ট্রাকটি আমরা আটক করেছি।
তামিম রায়হান/এমএন