নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ১৪ জেলে আটক

লক্ষ্মীপুরের কমলনগরে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ শিকারে যাওয়ায় ১৪ জেলেকে আটক করা হয়েছে। এরমধ্যে ছয়টি মামলায় সাতজনকে ২৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া বয়স বিবেচনায় সাতজনকে ছেড়ে দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (২৪ মার্চ) ভোর রাতে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুর্য সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, রোববার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার আওতাধীন মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জেলেদেরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাত উজ জামান।
বিজ্ঞাপন
আরও পড়ুন
মৎস্য বিভাগ সূত্র জানায়, অভিযানে ১৪ জন জেলেকে আটক করা হয়। এ সময় চারটি মাছ ধরার নৌকা, ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৫০০ মিটার মশারি জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। নৌকাগুলো জব্দ রাখা হয়।
বিজ্ঞাপন
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুর্য সাহা বলেন, জাটকা সংরক্ষণে নদীতে অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, ইলিশের উৎপাদন বাড়াতে জাটকা ইলিশ রক্ষায় ১ মার্চ থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত মেঘনা নদীতে সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ।
হাসান মাহমুদ শাকিল/এএমকে