জাতীয় ঐক্য ছাড়া ফ্যাসিবাদ বিলোপ সম্ভব নয়

শহীদ পরিবার, আহত মুক্তিযোদ্ধা, জুলাই বিপ্লবে অভ্যুত্থানকারী নেতৃবৃন্দ ও অংশীজনদের সম্মানে খুলনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ মার্চ) এই অনুষ্ঠানে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের মধ্যে নানা বিষয়ে মতভেদ ও নীতিগত বিরোধ থাকতে পারে, তবে গণতান্ত্রিক সম্পর্ক, সংলাপ এবং মিথস্ক্রিয়ার ধারাবাহিকতা যাতে ছেদ না পড়ে, তা নিশ্চিত করতে হবে। জাতীয় ঐক্য ছাড়া ফ্যাসিবাদকে বিলোপ ও পরাস্ত করা সম্ভব নয়। আমাদের ভুলে যাওয়া উচিত নয়—দেশের বিপদ এখনও কাটেনি এবং বিরোধী পক্ষ এখনও ষড়যন্ত্র করছে।
নগরীর খুলনা ক্লাবে আয়োজিত এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগদান করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এছাড়া অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক তানজীল মাহমুদ, যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মেসবাহ কামাল মুন্না, এনসিপির কেন্দ্রীয় সংগঠক ওয়াহিদুজ্জামান প্রত্যাশা, গণতান্ত্রিক ছাত্র সংসদের মুখপাত্র আশরেফা খাতুন, সংগঠক মো. আমিনুল ইসলাম।
বিজ্ঞাপন
বিশিষ্টজনের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক বিএনপি নেতা ও সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, কেসিরি সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, জামায়াতে ইসলামের মহানগর সেক্রেটারি জাহাঙ্গীর হোসেন হেলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগর সহ-সভাপতি মেখ নাসির উদ্দিন, এবি পার্টির মহানগর সাধারণ সম্পাদক আকতার হোসেন, নাগরিক ঐক্যের মহানগর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন প্রমুখ।
খুলনা এনসিপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, আহম্মেদ হামীম রাহাত, সাজিদুল ইসলাম বাপ্পি, মো. ফরিদ আহমেদ পাঠান, মো. সাইফুল ইসলাম, মো. রমজান শেখ, মুশফিক মেনান প্রমুখ।
মোহাম্মদ মিলন/এমএসএ