ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ-অছাত্র-বিবাহিত, পদবঞ্চিতদের বিক্ষোভ

দীর্ঘ প্রতিক্ষার পর নোয়াখালী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলের কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। তবে অভিযোগ উঠেছে এসব কমিটিতে বিবাহিত, অছাত্র ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাদের স্থান দেওয়া হয়েছে। রোববার (২৩ মার্চ) রাতে বসুরহাট মুজিব কলেজের কমিটি প্রত্যাখান করে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাসিরকে অবাঞ্চিত ঘোষণা করে মিছিল বের করে পদবঞ্চিতরা। এসময় তারা কমিটি বাতিল করে ত্যাগী নেতাদের দিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান।
বিজ্ঞাপন
জানা গেছে, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাসির নোয়াখালী জেলার সন্তান।
দীর্ঘদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ছাত্রদলের কমিটি না থাকায় মূল্যায়ন পায়নি রাজনীতির সাথে জড়িত শিক্ষার্থীরা। কিন্তু কমিটিতে ছাত্রলীগ নেতা, বিবাহিত, অছাত্র ও ব্যবসায়ীদের অন্তর্ভুক্ত করায় প্রতিবাদ জানিয়েছেন পদবঞ্চিতরা।
বিজ্ঞাপন
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেওয়া তানভীর হোসেন ফুয়াদ ঢাকা পোস্টকে বলেন, বসুরহাট সরকারি মুজিব কলেজের কমিটিতে জহিরুল হক সাইমুমকে সভাপতি এবং অরুপ মজুমদারকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি মুজিব কলেজ শাখার কমিটি ঘোষণা করা হয়। এটি একতরফা কমিটি হয়েছে। অছাত্র, বিবাহিত ও সাবেক ছাত্রলীগকর্মী দিয়ে কমিটি গঠনের ফলে নোয়াখালীর সুবর্ণচরের সন্তান কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাসিরকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে।
মারুফ হোসেন রিফাত নামের আরেক শিক্ষার্থী ঢাকা পোস্টকে বলেন, দেলোয়ার হোসেন রাহাতকে সভাপতি করা হয়েছে। সে সাবেক ছাত্রলীগ নেতা। এছাড়াও অনেকেই আছেন ছাত্রলীগ নেতা, অছাত্র ও বিবাহিত। কেন্দ্রীয় ছাত্রদলের শীর্ষ নেতাদের ভুল তথ্য দিয়ে অযোগ্য ব্যক্তিরা কমিটিতে স্থান পেয়েছে। কারো পছন্দের ব্যক্তিদের নিয়ে কমিটি নয়, আমরা যোগ্যদের দিয়ে কমিটি চাই।
বিজ্ঞাপন
সাবেক ছাত্রদল নেতা ও কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সাধারন সম্পাদক জাহেদুর রহমান রাজন ঢাকা পোস্টকে বলেন, রোববার (২৩ মার্চ) দুপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাসির এই কমিটির অনুমোদন দেন। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে কমিটি পুর্ণাঙ্গ করে কেন্দ্রে জমা দেয়ার নির্দেশ দেওয়া হয়। কমিটি দেখে সাবেক ছাত্রনেতা হিসেবে খুব কষ্ট পেয়েছি। অছাত্র, বিবাহিত, ছাত্রলীগ ছাড়া কি কমিটি দেওয়া যেত না? যোগ্য মানুষের কি এতই অভাব? আমরা চাই যোগ্য নেতৃত্ব আসুক আর পকেট কমিটি না আসুক।
এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাসিরের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও বক্তব্য পাওয়া যায়নি।
হাসিব আল আমিন/এমটিআই